#কানসাস: আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র। কানসাসে রেস্তোরাঁয় ঢুকে দুষ্কৃতির গুলিবৃষ্টিতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের ৷ স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ হায়দরাবাদের বাসিন্দা বছর পঁচিশের শরথ কপ্পু মিসৌরি-কানসাস ইউনিভার্সিট-র পড়ুয়া ৷ পড়াশোনার পাশাপাশি একটি রেস্তোরাঁও ছিল তাঁর ৷ ওই রেস্তোরাঁতেই দুষ্কৃতির গুলিতে মৃত্যু হয় শরথের ৷মার্কিন পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্যেই আগ্নেয়াশস্ত্র নিয়ে ওই রেস্তোরাঁর মধ্যে ঢুকেছিল আততায়ী ৷ আচমকাই হামলা চালায় শরথের উপর ৷ পিছন দিক থেকে তাঁকে গুলি করা হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ তদন্তে নেমে ওই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশে ৷ ব্রাউন আর সাদা স্ট্রাইপ দেওয়া জামা পরিহিত আততায়ীকেও চিহ্নিত করা হয় ৷ খুনির ছবি দিয়ে ট্যুইট করা হয়েছে পুলিশের তরফে ৷ সেখানে দেওয়া হয়েছে দু’টি টোল ফ্রি নম্বরও ৷ দুষ্কৃতির খোঁজ দিলে ১০ হাজার ডলার পুরস্কারমূল্যও ঘোষণা করা হয়েছে ৷
আরও পড়ুন: ১৬ ফুট উচুঁ ঢেউয়ের ধাক্কায় ডুবল নৌকা, মৃত ৩৩
তেলেঙ্গনার ওয়ারাঙ্গাল জেলায় বড় হয়েছেন শরথ ৷ হায়দরাবাদে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজে যোগও দিয়েছিলেন ৷ কিন্তু কিছুদিনের মধ্যেই সেই চাকরি ছেড়ে আমেরিকায় পাড়ি দেন মাস্টার ডিগ্রির জন্য ৷
বন্ধুরা জানাচ্ছেন, হাসি-খুশি আর প্রাণবন্ত ছিলেন শরথ ৷ আর স্বপ্ন দেখতে ভালবাসতেন ৷ শুধু নিজে হেসে শান্তি পেতেন না, সকলকে হাসাতেন তিনি ৷ অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন ৷ কিন্তু মাঝপথেই থেমে যেতে হল ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।