আমেরিকার রেস্তোরাঁয় পরপর গুলি, মৃত ২৫ বছরের ভারতীয় ছাত্র

Last Updated:

আমেরিকার কানসাসে রেস্তোরাঁয় ঢুকে গুলিবৃষ্টিতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের ৷ স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ হায়দরাবাদের বাসিন্দা বছর পঁচিশের শরথ কপ্পু মিসৌরি-কানসাস ইউনিভার্সিট-র পড়ুয়া ৷

#কানসাস: আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র। কানসাসে রেস্তোরাঁয় ঢুকে দুষ্কৃতির গুলিবৃষ্টিতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের ৷ স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ হায়দরাবাদের বাসিন্দা বছর পঁচিশের শরথ কপ্পু মিসৌরি-কানসাস ইউনিভার্সিট-র পড়ুয়া ৷ পড়াশোনার পাশাপাশি একটি রেস্তোরাঁও ছিল তাঁর ৷ ওই রেস্তোরাঁতেই দুষ্কৃতির গুলিতে মৃত্যু হয় শরথের ৷
মার্কিন পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্যেই আগ্নেয়াশস্ত্র নিয়ে ওই রেস্তোরাঁর মধ্যে ঢুকেছিল আততায়ী ৷ আচমকাই হামলা চালায় শরথের উপর ৷ পিছন দিক থেকে তাঁকে গুলি করা হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ তদন্তে নেমে ওই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশে ৷ ব্রাউন আর সাদা স্ট্রাইপ দেওয়া জামা পরিহিত আততায়ীকেও চিহ্নিত করা হয় ৷ খুনির ছবি দিয়ে ট্যুইট করা হয়েছে পুলিশের তরফে ৷ সেখানে দেওয়া হয়েছে দু’টি টোল ফ্রি নম্বরও ৷ দুষ্কৃতির খোঁজ দিলে ১০ হাজার ডলার পুরস্কারমূল্যও ঘোষণা করা হয়েছে ৷
advertisement
শরথ কপ্পু ৷ ছবি: পেসবুকের সৌজন্যে ৷ শরথ কপ্পু ৷ ছবি: পেসবুকের সৌজন্যে ৷
advertisement
তেলেঙ্গনার ওয়ারাঙ্গাল জেলায় বড় হয়েছেন শরথ ৷ হায়দরাবাদে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজে যোগও দিয়েছিলেন ৷ কিন্তু কিছুদিনের মধ্যেই সেই চাকরি ছেড়ে আমেরিকায় পাড়ি দেন মাস্টার ডিগ্রির জন্য ৷
advertisement
বন্ধুরা জানাচ্ছেন, হাসি-খুশি আর প্রাণবন্ত ছিলেন শরথ ৷ আর স্বপ্ন দেখতে ভালবাসতেন ৷ শুধু নিজে হেসে শান্তি পেতেন না, সকলকে হাসাতেন তিনি ৷ অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন ৷ কিন্তু মাঝপথেই থেমে যেতে হল ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আমেরিকার রেস্তোরাঁয় পরপর গুলি, মৃত ২৫ বছরের ভারতীয় ছাত্র
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement