১৬ ফুট উচুঁ ঢেউয়ের ধাক্কায় ডুবল নৌকা, মৃত ৩৩
Last Updated:
#ফুকেট: থাইল্যান্ডে নৌকাডুবির ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ফুকেট দ্বীপে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই চিনা পর্যটক। থাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জানা গিয়েছে, নৌকাটি ১৬ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এতে ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু এবং একজন ট্যুর গাইড ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছ, উপকূলের সাত কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে শনিবার ভোর পাঁচটায় পুনরায় অভিযান শুরু হয়েছে। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
নৌ-পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাত্রার সময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়নি।
Location :
First Published :
July 07, 2018 10:53 AM IST