Yemen stampede: মৃত্যুপুরী ইয়েমেন, সামান্য টাকার জন্য মর্মান্তিক পরিণতি! পায়ের চাপে পিষে মৃত ৮৫
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Yemen stampede: আরবীয় উপদ্বীপের দেশগুলির মধ্যে আর্থিক ভাবে অনুন্নত দেশের তালিকার শীর্ষে অবস্থিত এই দেশ। সেই দেশেরই রাজধানীতে স্থানীয় ব্যবসায়ীরা সাধারণের মানুষের হাতে টাকা তুলে দিচ্ছিল এই অনুষ্ঠানে।
সানা, ইয়েমেন: মর্মান্তিক আকার নিল ইয়েমেনের এক দানছত্র অনুষ্ঠান। এখনও পর্যন্ত যা খবর মিলেছে ৮৫ জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে। ৩২২ জন গুরুতর ভাবে আহত। সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান যেন মৃত্যুপুরীতে পরিণতি হয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানাতে এই দুর্ঘটনা ঘটে। সে দেশের স্বাস্থ্য দফতর থেকে এই তথ্য মিলেছে।
আরবীয় উপদ্বীপের দেশগুলির মধ্যে আর্থিক ভাবে অনুন্নত দেশের তালিকার শীর্ষে অবস্থিত এই দেশ। সেই দেশেরই রাজধানীতে স্থানীয় ব্যবসায়ীরা সাধারণের মানুষের হাতে টাকা তুলে দিচ্ছিল এই অনুষ্ঠানে। আয়োজিত হয়েছিল শহরের একটি স্কুলের প্রাঙ্গনে। শয়ে শয়ে মানুষ উপস্থিত হয়েছিলেন সেখানে। মৃতদের এবং আহতদের সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে যাঁরা এই দানছত্র অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন, তাঁদের আটক করা হয়েছে।
advertisement
advertisement
অভিযোগ উঠেছে, এই দানছত্রের অনুষ্ঠান কোনও নির্দিষ্ট সংস্থা বা সরকারি মন্ত্রকের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়নি। ইতিমধ্যে দু’জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত চলছে।
advertisement
ভয়ানক কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কিছু মানুষ। মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। আশপাশ দিয়েই যাতায়াত করছে জনতা। কোথাও আবার মৃতদেহ কাপড়ে মুড়ে মুড়ে কাঁধে করে করে বার করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 10:46 AM IST