ইজরায়েলের টিরাত জ্যই: এশিয়া মহাদেশে সর্বোচ্চ আর্দ্রতার নিরিখে রেকর্ড গড়েছে এই শহর। ইজরায়েলের শেন উপত্যকার উপসাগরীয় এলাকায় অবস্থিত এই শহর সমুদ্রপৃষ্ঠের থেকে ৭২২ ফুট নিচে রয়েছে। জর্ডন নদীর তীরে হওয়ায় এখানকার মাটি দারুন উর্বর। ১৯৪২ সালের জুন মাসে এখানকার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছছিল ৫৪ ডিগ্রি সেন্টিগ্রেডে।