গ্রেফতার ব্লু হোয়েল গেমের মাস্টারমাইন্ড

আত্মহত্যা করতে সমুদ্রের তীরে দল বেঁধে আসে নীল তিমির দল। বিচড হোয়েলদের নিজেকে শেষ করে দেওয়ার সেই ঘটনার সঙ্গে মিল রেখেই গেমের নাম ব্লু হোয়েল।

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: আত্মহত্যা করতে সমুদ্রের তীরে দল বেঁধে আসে নীল তিমির দল। বিচড হোয়েলদের নিজেকে শেষ করে দেওয়ার সেই ঘটনার সঙ্গে মিল রেখেই গেমের নাম ব্লু হোয়েল। আত্মহত্যার সংকেত-বাহী সেই মারণ গেমই এখন আলোচনার শীর্ষে। গত কয়েকদিন একাধিক টিনএজার মারণ এই গেমের ফাঁদে পড়ে নিজেদের প্রাণ দিয়েছে ৷ এই নিয়ে ভারত-সহ বিভিন্ন দেশে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ বৃহস্পতিবার ব্লু হোয়েল গেমের মাস্টারমাইন্ড ১৭ বছরের এক রুশ তরুণীকে গ্রেফতার করা হয়েছে ৷

    ব্লু হোয়েল চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রুপের হেড ছিলেন তিনি ৷ মেয়েটির নাম প্রকাশ করা হয়নি ৷ মেয়েটি ডেথ গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর বলে পরিচিত। গেম খেলা শুরুর করা পর কেউ যদি সেটা ছেড়ে বেড়িযে যেতে চায় তাহলে তাকে খুনের ভয় দেখানো হত ৷

    অংশগ্রহণকারীদের ৫০ দিনের মধ্যে বিভিন্ন টাস্ক দেওয়া হত যার শেষ ধাপ হচ্ছে আত্মহত্যা করা ৷

    ধৃত তরুণী নিজেও এই গেম খেলেছেন তবে ফাইনাল চ্যালেঞ্জটি সে খেলেনি এবং গেমের অ্যাডমিন হয়ে যায় ৷ সকলের কাছে নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি ৷

    গেমটির স্রষ্টা ২২ বছরের ফিলিপ বুদেইকিনকে এ বছরের শুরুতেই গ্রেফতার করেছে পুলিশ। তিন বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে ৷ এই মুহূর্তে সে জেলেই রয়েছে ৷ তবে গোটা বিশ্বে বন্ধ হয়নি এই মারণ খেলে ৷

    First published:

    Tags: Bengali News, Blue Whale challenge, Blue Whale Mastermind, Mastermind of Blue Whale Challenge Caught in Russia, Russia teenager