যাত্রীদের জন্য এই বদল আনতে চলেছে ভারতীয় রেল
Last Updated:
যাত্রীদের উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য একের পর এক নতুন পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল ৷ এবার এসি কোচের যাত্রীদের জন্য ফেস টাওয়ালের বদলে দেওয়া হবে সুতির ডিসপোজেবল টেকঅ্যাওয়ে ন্যাপকিনস ৷
#নয়াদিল্লি: যাত্রীদের উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য একের পর এক নতুন পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল ৷ এবার এসি কোচের যাত্রীদের জন্য ফেস টাওয়ালের বদলে দেওয়া হবে সুতির ডিসপোজেবল টেকঅ্যাওয়ে ন্যাপকিনস ৷ রেলের তরফে জানানো হয়েছে ফেস টাওয়ালের বদলে ন্যাপকিন অনেকটাই সস্তা এবং সাইজেও অনেকটাই ছোট ৷ দূরপাল্লার যাত্রীদের প্রতি বেডরোলের সঙ্গে দুটি করে ন্যাপকিন দেওয়া হবে ৷
বর্তমানে ফেস টাওয়াল কেনা ও ধোয়ার জন্য প্রত্যেক পিসে খরচ হয় ৩.৫৩ টাকা ৷ কিন্তু ন্যাপকিনের ক্ষেত্রে এই খরচটা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
সম্প্রতি ট্রেন লেট ও খাবারের মান নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে ৷ তাই এবার যাত্রী পরিষেবা উন্নত করার উপর জোর দেওয়া হয়েছে রেলের তরফে ৷
advertisement
Location :
First Published :
July 03, 2018 2:34 PM IST