প্রবল বৃষ্টিপাত, নেপাল-চিন সীমান্তে আটকে ভারতীয় তীর্থযাত্রীরা

Last Updated:

খারাপ আবহাওয়ার কারণে নেপাল-চিন সীমান্তে আটকে ১,৫০০ ভারতীয় পর্যটক ।

#নয়াদিল্লি: কৈলাশ থেকে মানস সরোবর যাওয়ার পথে প্রবল বৃষ্টিপাত ও আবহাওয়া খারাপ হওয়ার কারণে, নেপাল-চিন সীমান্তে  আটকে পড়েছেন ভারতীয় তীর্থযাত্রীরা । নেপালের দূর্গম পাহাড়ি এলাকায় যাত্রাপথে আটকে পড়েছেন অন্তত ১,৫০০ জন ভারতীয় তীর্থযাত্রী ।
পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, নেপালের সিমিকোটে ৫২৫ জন, হিলসা জেলায় ৫৫০ জন ও তিব্বতের রাস্তায় ৫০০ জন যাত্রী আটকে রয়েছেন । বেশ কয়েকটি টুইট করে তিনি জানিয়েছেন, পর্যটক ও তাদের পরিবারের সাহায্য করার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন । সিমিকোটে প্রবীণ পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।
advertisement
নেপালের ভারতীয় দূতাবাস নেপালগঞ্জ ও সিমিকোটে  প্রতিনিধিদের নিয়োজিত করেছে। তারা তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন  এবং তীর্থযাত্রীদের জন্য খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করছেন। আপাতত স্থানীয় বাসিন্দাদের আশ্রয়ে আছেন পর্যটকরা । পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছে নেপালের ভারতীয় দূতাবাস । যদিও আবহাওয়ার উন্নতি হওয়া অবধি তাদের অপেক্ষা করতে হবে ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
প্রবল বৃষ্টিপাত, নেপাল-চিন সীমান্তে আটকে ভারতীয় তীর্থযাত্রীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement