আত্মসমর্পণ করেছেন মোদি, লাদাখ নিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

Last Updated:

রাহুলের এই ট্যুইটের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মন্তব্য করার অনুরোধ করেন৷

এ দিন ট্যুইটারে রাহুল গান্ধি লেখেন, 'নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার মোদি'৷ নিজের ট্যুইটের সঙ্গে জাপানের একটি সংবাদমাধ্যমের রিপোর্টও ট্যুইট করেছেন রাহুল৷ ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, 'চিনের প্রতি ভারতের তোষণ নীতি প্রকাশ্যে চলে এসেছে৷'
advertisement
advertisement
শনিবারও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ট্যুইট করেছিলেন রাহুল গান্ধি৷ সেখানে তিনি অভিযোগ করেছিলেন, চিনের কাছে আত্মসমর্পণ করে ভারতীয় জমি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ চিন ভারতের কোনও জমি দখল করেনি বলে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন, তা নিয়েই প্রশ্ন তোলেন রাহুল৷ তিনি পাল্টা প্রশ্ন করেন, চিন ভারতের জমি দখল না করলে কেন ভারতীয় সেনারা শহিদ হলেন? একই সঙ্গে রাহুল আরও প্রশ্ন করেন, লাদাখের সংঘর্ষে চিনের সেনারাও কেন মারা গেল?
advertisement
রাহুলের এই ট্যুইটের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার অনুরোধ করেন৷ অমিত শাহ বলেন, গোটা দেশ এই সময় ঐক্যবদ্ধ রয়েছে৷ এই সঙ্কটের মুহূর্তে রাহুল গান্ধিরও জাতীয় স্বার্থে একই পথ অবলম্বন করা উচিত বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
আত্মসমর্পণ করেছেন মোদি, লাদাখ নিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement