#নয়াদিল্লি: শনিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী প্রশ্ন করলেন, যদি চিন ভারতে অনুপ্রবেশ করে এলাকা দখল নাই করে থাকে, তাহলে কেন ভারতীয় সেনা জওয়ানদের শহিদ হতে হল? প্রধানমন্ত্রী তো বলেছেন, ভারতে চিনের সেনার অনু্প্রবেশ ঘটেনি, তাহলে কেন মরতে হল ভারতীয় সেনা জওয়ানদের। শুক্রবার একটি ভিডিও বার্তায় এই প্রশ্ন সোনিয়া ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে।
তিনি ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ যখন সীমান্তে এমন একটি সংকট তৈরি হয়েছে, তখন কেন্দ্রীয় সরকার কোনওভাবেই দেশকে নিরাপদ না রাখতে পারার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তাই দেশ জানতে চায়, যদি চিন লাদাখে আমাদের জমি দখল না করেই থাকে, তাহলে কিসের জন্য ভারতীয় সেনা জওয়ানদের মরতে হল?’
লাদাখে ভারত চিন স্ট্যান্ড অফের পরেই প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা দেন। সেখানে তাঁর মন্তব্য নিয়ে নানারকম বিশ্লেষণ শুরু হয়। এদিন সেই মন্তব্যের প্রেক্ষিতেই ফের নতুন করে প্রশ্ন ছুঁড়ে দিলেন সোনিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India China, Sonia Gandhi