সীমান্তে উত্তেজনা চরমে, তার মধ্যেই ভারতকে ৫৭০০ কোটি ঋণ দিচ্ছে চিনা ব্যাঙ্ক

Last Updated:

এর আগেও করোনা মহামারির সঙ্গে লড়াই করার জন্য ভারতকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা করেছিল AIIB৷

#নয়াদিল্লি: সীমান্ত নিয়ে ভারত এবং চিনের মধ্যে উত্তেজনা তুঙ্গে৷ এই পরিস্থিতির মধ্যেও ভারতকে ৭৫ কোটি ডলার বা প্রায় ৫৭০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিল চিনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক বা AIIB৷ এই ব্যাঙ্কটির সদর দফতর বেজিংয়ে৷
সোমবার রাত থেকেই লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় ভারত চিন সংঘাত চরমে পৌঁছেছে৷ চিনা সেনার হামলায় ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন৷ কাঁটা লাগানো লোহার রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর আহত জওয়ানদের৷ পাল্টা জবাব দিয়েছে ভারতও৷
এই পরিস্থিতির মধ্যেও চিনা ব্যাঙ্কের ভারতকে এই বিপুল পরিমাণ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে অর্থবহ৷ বুধবার AIIB- তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের জেরে ভেঙে পড়া ভারতের অর্থ ব্যবস্থাকে চাঙ্গা করতেই এই ঋণ দেওয়া হচ্ছে৷ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের যৌথ সহায়তায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের আর্থিক সাহায্য করা, সামাজিক সুরক্ষার জন্য পরিকাঠামো তৈরি করা এবং স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করা৷
advertisement
advertisement
এর আগেও করোনা মহামারির সঙ্গে লড়াই করার জন্য ভারতকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা করেছিল AIIB৷ করোনা মহামারির জেরে যে আর্থিক মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে মোকাবিলার জন্য ১০ বিলিয়ন ডলারের একটি তহবিলের ঘোষণা করেছিল AIIB৷ যার মূল উদ্দেশ্যই ছিল সরকারি এবং বেসরকারি ক্ষেত্রকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করতে ঋণ দেওয়া৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
সীমান্তে উত্তেজনা চরমে, তার মধ্যেই ভারতকে ৫৭০০ কোটি ঋণ দিচ্ছে চিনা ব্যাঙ্ক
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement