বলি তারকা ও খেলোয়াড়রাও বন্ধ করুন চিনা পণ্যের বিজ্ঞাপনে কাজ! আর্জি জানাল CAIT
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সর্বভারতীয় বণিক সংগঠন Confederation of All India Traders পক্ষ থেকে আর্জি করা হয়েছে তারকাদের যাতে তাঁরা চিনা পণ্যের বিজ্ঞাপন বন্ধ করেন৷ সংগঠনের মতে এই সময় নিজের কথা না ভেবে দেশের কথাই ভাবা সকলের কর্তব্য৷ তাই চিনা মাল বয়কটের ডাক দিয়েছেন তাঁরা৷
#নয়াদিল্লি: ভারতীয় সেনার ওপর চিনের হামলা৷ ২০ জন সেনা জওয়ানের মৃত্যু এবং চিন-ভারত সীমান্তের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন দেশের তারকাদের উচিৎ চিনা সামগ্রীর বিজ্ঞাপনে কাজ বন্ধ করা৷ এমনই আর্জি রাখল সর্বভারতীয় বণিক সংগঠন (Confederation of All India Traders). তাদের যুক্তি, শুধু সেনা প্রস্তুত রেখে বা সীমান্তে চিনকে জবাব দিয়ে নয়, অর্থনৈতিকভাবে চিনের জিনিষ বর্জন করতে হবে৷
৭ কোটি ব্যবসায়ীর এই সংগঠন চিনা মাল বয়কটের ডাক দিয়েছে ইতিমধ্যেই৷ ভরতীয় সম্মান হামারা অভিমান(Bharatiya Samman-Hamara Abhiman) এই স্লোগানের মাধ্যমে চলছে প্রচার কর্মসূচী৷ এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী লোকাল পে ভোকাল(Local pe Vocal) এবং আত্মনির্ভর (AtmaNirbhar) কর্মসূচীকেও সামিল করেছেন তারা৷ ভারতের বাজার ছেয়ে গিয়েছে চিনের তৈরি সামগ্রীতে৷ মেড ইন চায়না-র(Made In China) মাল দামে কম, তাই তার প্রতি ঝুঁকছেন অনেকে৷ চিনা মালের সেই বিপুল বাজার বন্ধ করতে এই অভিযানের ডাক দিয়েছে Confederation of All India Traders (CAIT)৷ ২০২১ ডিসেম্বরের মধ্যে ১ লক্ষ কোটি টাকার চিনা মাল আমদানি থামাতে বণিক সংগঠনের দাবি জোরালো করা হচ্ছে৷ এতেই তারা পাশের পেতে চাইছেন দেশের সমস্ত সাধারণ মানুষ ও তারকাদেরও৷
advertisement
advertisement
বহু চিনা পণ্যের বিজ্ঞাপন করেন বলি ও ক্রিকেট মাঠের তারকারা৷ তাদের দিয়ে বিজ্ঞাপন করিয়ে ভারতের বাজারে নিজেদের ব্যবসা বাড়াতে চাইছে চিন৷ এই সব বিজ্ঞাপনে মোটা অর্থ পান তারকারা৷ অন্য দেশের পণ্য নিজের দেশে ব্যবসার খাতিরে বিজ্ঞাপনে কোনও নিষেধাজ্ঞা নেই৷ তবে দেশের স্বার্থে এবং দেশকে ভালবেসে এই মুহূর্তে এই চিনা মালের বিজ্ঞাপন থেকে তারকাদের বিরত থাকতে অনুরোধ করছে CAIT৷
advertisement
আমির খান, সারা আলি খান, বিরাট কোহলিকে নিয়মিত দেখা যায় ভিভোর (Vivo) অ্যাডে৷ একইভাবে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ, বাদশা, সিদ্ধার্থ মলহোত্রা এবং রণবীর কাপুর প্রচার করেন ওপো (Oppo) ফোনের৷ রণবীর সিং-কে দেখা যায় শাওমির (Xiomi)বিজ্ঞাপনে এবং সলমন খান, আয়ুষ্মান খুরানা, শ্রদ্ধা কাপুর করেন রিয়ালমির (RealMe) বিজ্ঞাপন৷ যেহেতু এই সব ফোন চিনা ব্র্যান্ডের, তাই এই বিজ্ঞাপন থেকে তারকাদের সরে যেতে অনুরোধ করছে সর্বভারতীয় বণিক সংগঠন৷ এর মাধ্যমে দেশকে সম্মান জানানো হবে বলেই CAIT-র দাবি৷
advertisement
অন্যদিকে দেশের হয় সামাজিক প্রকল্প বা সরকারী উদ্যোগের জন্য কাজ করা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শিল্পা শেট্টি, মাধুরী দীক্ষিত, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর ও সোনু সুদকে সম্মান জানানো হয়েছে৷
advertisement
ভারতের ওপর চিনের হামলা এবং ২০ জওয়ানের মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে এই বণিক সংগঠন৷ তারা বলছেন যে দেশবাসীর ওপর চিনা মালের প্রভাব হঠাতে এক যোগে দেশের হয়ে কাজ করুন তারকারা৷ নিজের আগে দেশ (Nation Before Self), এই নীতি নিয়ে তারকাদের কাজ করতে অনুরোধ করছেন তারা৷ একটি খোলা চিঠিতে চিনা পণ্যের বিজ্ঞাপনে কাজ করা তারকাদের উদ্দ্যেশে এই বার্তা রাখল Confederation of All India Traders৷ 

advertisement


Location :
First Published :
June 18, 2020 4:53 PM IST