লাদাখে নিয়মিত উইন্টার ডিজেল পাবে সেনা, সীমান্তে উত্তেজনা বাড়তেই পদক্ষেপ কেন্দ্রের

Last Updated:

শীতকালে লাদাখের বহু বাসিন্দাকেই ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে ব্যবহার করতে হয় যাতে তা জমে না যায়৷

#নয়াদিল্লি: লাদাখে ভারত- চিন উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীর জন্য ভাল খবর৷ এ বছর শীতকালে লাদাখে সেনাবাহিনীকে উইন্টার ডিজেল সরবরাহ করা হবে৷ সমতল থেকে অনেকটা উঁচুতে থাকা লাদাখে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের অনেকটা নীচে নেমে যায়৷ তখন সাধারণ ডিজেল ঠান্ডায় জমে যায়৷ তাই উইন্টার ডিজেলের জোগান নিশ্চিত হলে সেনাবাহিনীর চিন্তা অনেকটাই কমবে৷
শীতকালে লাদাখের বহু বাসিন্দাকেই ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে ব্যবহার করতে হয় যাতে তা জমে না যায়৷ লাদাখ সীমান্তে চিনের সঙ্গে বিবাদ বাড়ার পরই সেই সমস্যা কাটাতে সেনাকে উইন্টার ডিজেল সরবরাহে উদ্যোগী হয়েছে সরকার৷ এবার থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল নিয়মিত লাদাখে সেনাবাহিনীকে উইন্টার ডিজেল সরবরাহ করবে৷
গত বছর নভেম্বর মাসেই লাদাখে উইন্টার গ্রেড ডিজেল বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের খবর অনুযায়ী, ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স (DGQA)-এর তরফেও সেনাকে উইন্টার ডিজেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
বর্তমানে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পার্বত্য এলাকায় ভারতীয় সেনার জন্য এক বিশেষ ধরনের ডিজেল সরবরাহ করে৷ যা -৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জমে না৷ কিন্তু এবার যে উইন্টার ডিজেল সরবরাহ করা হবে, তার মান অনেক ভাল৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
লাদাখে নিয়মিত উইন্টার ডিজেল পাবে সেনা, সীমান্তে উত্তেজনা বাড়তেই পদক্ষেপ কেন্দ্রের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement