ভারতের কোনও অংশ দখল করেনি চিন, সেনাকে পূর্ণ স্বাধীনতা, সর্বদল বৈঠকে মোদি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কোনও বাহ্যিক চাপের কাছে ভারত নতিস্বীকার করবে না বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী৷
চিনা সেনা ভারতীয় এলাকা দখল করেছে কিনা বা অনুপ্রবেশ ঘটিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিরোধী দল কংগ্রেস৷ এ দিন সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করেন, চিনা সেনা সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ ঘটায়নি, কোনও পোস্টও দখল করেনি৷ তিনি বলেন, 'আমাদের ২০ জন সেনা শহিদ হয়েছেন ঠিকই, কিন্তু যাঁরা ভারত মাতার দিকে চোখে তুলে তাকিয়েছিল, তাদেরকে তাঁরা উচিত শিক্ষা দিয়েছেন৷' সেনার উপর পূর্ণ আস্থা রেখে প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমাদের সেনার উপরে দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে৷ আমি সেনাবাহিনীকেও আশ্বস্ত করতে চাই, গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে৷' প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা সরকার দিয়েছে বলেও সর্বদল বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
advertisement
নরেন্দ্র মোদি এ দিন আরও দাবি করেছেন, ভারত কোনও দিন বাহ্যিক চাপের কাছে নতিস্বীকার করেনি৷ এ বারেও দেশের নিরাপত্তায় যা করণীয়, তা করা হবে৷ প্রধানমন্ত্রী আরও জানান, উন্নত পরিকাঠামোর সাহায্যে দুর্গম এলাকাতেও সেনার হাতে জরুরি সরঞ্জামের সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে৷
advertisement
প্রধানমন্ত্রী বলেন, 'উন্নত পরিকাঠামোর সাহায্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নজরদারি আরও সহজ হয়েছে৷ এর ফলে আমরা প্রতিনিয়ত পরিস্থিতির উপরে নজরদারি চালাতে পারছি এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে৷' প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত শান্তি এবং বন্ধুত্বের পক্ষে৷ কিন্তু দেশেক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা হবে না৷
advertisement
এ দিন কুড়িটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ বৈঠকে সব দলই চিনের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে৷
#WATCH Neither have they intruded into our border, nor has any post been taken over by them (China). 20 of our jawans were martyred, but those who dared Bharat Mata, they were taught a lesson: PM Narendra Modi at all-party meet on India-China border issue pic.twitter.com/tWojnnrLOY
— ANI (@ANI) June 19, 2020
advertisement
Location :
First Published :
June 19, 2020 9:46 PM IST