National Herald Case: সনিয়া-রাহুলকে ₹১০০ কোটির নোটিশ ধরাল আয়কর বিভাগ

Last Updated:

আয়কর বিভাগ জানিয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নালস-এ সনিয়া ও রাহুলের ১০০ কোটি টাকা দেনা রয়েছে৷ গত আর্থিক বছরে রাহুল গান্ধি ৬৮.১২ লক্ষ টাকা আয়কর রিটার্ন ফাইল করেছেন৷

#নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখে ন্যাশনাল হেরাল্ড মামলায় বিপাকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও দলের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি৷ অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড থেকে আয় সম্পর্কিত মামলায় সনিয়া ও রাহুলকে ১০০ কোটি টাকার নোটিশ দিল আয়কর বিভাগ৷
আয়কর বিভাগ জানিয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নালস-এ সনিয়া ও রাহুলের ১০০ কোটি টাকা দেনা রয়েছে৷ গত আর্থিক বছরে রাহুল গান্ধি ৬৮.১২ লক্ষ টাকা আয়কর রিটার্ন ফাইল করেছেন৷
ন্যাশনাল হেরাল্ড মামলায় সুপ্রিম কোর্ট সনিয়া ও রাহুল গান্ধিকে হলফনামা দাখিল করতে নির্দেশ দিয়েছে৷ এই মামলার পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি৷ সনিয়া ও রাহুলের আইনজীবী হিসেবে মামলাটি লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷
advertisement
advertisement
আয়কর বিভাগের দাবি, সনিয়া ও রাহুল গান্ধির আয়ের ৩০০ কোটি টাকার বেশি করফাঁকি দেওয়া হয়েছে৷ ট্যাক্স লায়াবিলিটি দাঁড়িয়েছে ১০০ কোটি টাকার মতো৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় এমনিতেই বেশ কিছুদিন ধরে অস্বস্তিতে গান্ধি পরিবার। রাহুল সোনিয়ার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করার অনুমতি পাওয়ার পরই তাঁদের আয়ের হিসেব খতিয়ে দেখা শুরু করে আয়কর দপ্তর।
advertisement
অভিযোগ ২০১১-১২ অর্থবর্ষে রাহুলের রোজগার ছিল ১১৫ কোটি টাকার কাছাকাছি। আর সোনিয়ার রোজগার ছিল ১৫৫ কোটির কিছু বেশি। অথচ, খাতায় কলমে কংগ্রেস সভাপতি নিজের আয় দেখিয়েছিলেন মাত্র ৬৮ লক্ষ টাকা। আয়কর দপ্তরের অভিযোগ, কর ফাঁকি দেওয়ার জন্য বিপুল পরিমাণ রোজগারের এই তথ্য গোপন করে গিয়েছেন রাহুল সোনিয়ারা। এর পাশাপাশি কর ফাঁকির অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজের বিরুদ্ধেও। আয়কর দপ্তরের হিসেব অনুযায়ী প্রায় ৪৯ কোটি টাকার আয় গোপন করেছেন অস্কারও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
National Herald Case: সনিয়া-রাহুলকে ₹১০০ কোটির নোটিশ ধরাল আয়কর বিভাগ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement