হাওড়া: কচ্ছপ রক্ষার বার্তা দিয়ে পালিত হল বিশ্ব কচ্ছপ দিবস। পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখার ক্ষেত্রে কচ্ছপের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু একশ্রেণির লোভী ব্যবসায়ী এই বিষয়টিতে গুরুত্ব না দিয়ে নির্বিচারে কচ্ছপ হত্যা করে চলেছে। সেই সমস্ত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি দু’রকমভাবেই নানান চেষ্টা করা হচ্ছে। তাতে সচেতনতা কিছুটা বৃদ্ধি পেলেও কিছু অংশের মানুষ এখনও অসচেতন রয়ে গিয়েছেন। সেই তাঁদেরকে সচেতন করতেই বিশ্ব কচ্ছপ দিবসকে হাতিয়ার করা হল।
আরও পড়ুন: বিধায়কের তোপের পরই সরিয়ে দেওয়া হল অশোকনগর হাসপাতালের সুপারকে
মঙ্গলবার টেঁপুর নবাসন অনন্তরাম উচ্চবিদ্যালয়ে স্বজনের উদ্যোগে পালন করা হল বিশ্ব কচ্ছপ দিবস। প্রতিবছর ২৩ মে বিশ্ব কচ্ছপ দিবস হিসেবে পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, স্কুলের প্রধান শিক্ষক সূর্যশেখর দাস, অরূপ দে ও স্কুলের একাদশ শ্রেণির ছাত্রছাত্রী ও অভিভাবকরা। স্বজনের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের উত্তরীয়, বই, স্মারক দিয়ে বরন করে নেওয়া হয়।
ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষার বার্তা দেওয়া হয়। কচ্ছপ দিবস উপলক্ষে কচ্ছপের উপকারিতা ও তাদের রক্ষা করার বার্তা দিয়ে উদ্ধার হওয়া দুটি তিল কচ্ছপ স্কুলের পুকুরের স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। ২০২২ ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ অ্যমেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কচ্ছপ ধরা, শিকার করা ও বাড়িতে পোষা আইনত অপরাধ। কচ্ছপ জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। এদের রক্ষা করা আমাদের সবার কর্তব্য। সেই বার্তা দিতেই এদিনের অনুষ্ঠানের আয়োজন।
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah news, Tortoise, Turtle