West Bengal News: সবুজ সাথীর সাইকেল লাগবে? ১০০ টাকা দিন! স্কুলেই দুর্নীতির আঁতুরঘর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: গত তিনদিন ধরে ডোমজুড়ের কোলড়া হাইস্কুলে রাজ্য সরকারের সবুজ সাথীর প্রকল্পে দশম শ্রেণীর প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে।
হাওড়া: সরকারি প্রকল্পের সবুজ সাথীর সাইকেল নিতে হলে দিতে হচ্ছে ১০০ টাকা। স্কুলের মধ্যে বসেই টাকা জমা। ডোমজুড় কোলড়া হাইস্কুলে ছাত্র-ছাত্রীরা ১০০ টাকা দিলে তবেই সাইকেল দেওয়া হচ্ছে তাদের। এই অভিযোগকে ঘিরে অভিভাবকরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেনa কারা কিভাবে টাকা নিচ্ছেন তা তিনি জানেন না। গোটা ব্যাপারটা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।গত তিনদিন ধরে ডোমজুড়ের কোলড়া হাইস্কুলে রাজ্য সরকারের সবুজ সাথীর প্রকল্পে দশম শ্রেণীর প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে।
যেসব ছাত্র-ছাত্রীরা স্কুলে সাইকেল নিতে আসে তাদের অভিভাবকরা জানিয়েছেন, সাইকেলের বিনিময়ে তাদের থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। স্কুলে গিয়েও দেখা গেল রীতিমত বেঞ্চে বসে ১০০ টাকা করে নিচ্ছে।যদিও এই টাকার বিনিময়ে কোন রশিদ দেওয়া হচ্ছে না। কেন স্কুল টাকা নিচ্ছে ? এই প্রশ্নে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ স্কুলের শিক্ষকরা টাকা না নিয়েও তাদের মদতে স্কুল কমিটির লোকজন টাকা নিচ্ছে। এই টাকা যাচ্ছে কোথায় এনিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। তবে অভিভাবকদের একাংশের মত, ব্লক থেকে সাইকেল গুলি নিয়ে আসতে যা খরচ সেই খরচ।
advertisement
advertisement
অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, তাঁরা সরকারি নির্দেশিকার বাইরে কিছু কাজ করেন না। বিডিও অফিস থেকে সাইকেল আনতে কিছু টাকা খরচ হয় ঠিক। কিন্তু স্কুলে সাইকেল কিভাবে আনা হবে বা ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে সে ব্যাপারটা দেখে স্কুলের ম্যানেজিং কমিটি। স্কুলের মধ্যে কেউ টাকা নিচ্ছেন কিনা তা তাঁর জানা নেই। তিনি এ ব্যাপারে তদন্ত করে দেখবেন।
advertisement
স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্য বলেন টাকা নেওয়ার কথা নয়। কিন্তু তা সত্বেও কারা টাকা তুলছেন তা তিনি দেখবেন। এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির এক সদস্য জানান, সমস্ত সদস্য এবং শিক্ষকদের নিয়ে আলোচনার মাধ্যমে দেখা হবে।
advertisement
-----রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 5:44 PM IST