Weekend Trip: ঘন জঙ্গল, সরু জংলি রাস্তা, কলকাতার পাশেই হচ্ছে 'নেচার ট্রেইল'! রইল বেড়ানোর বিস্তারিত তথ্য

Last Updated:

Weekend Trip: হাওড়ায় নেচার ট্রেল, প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা প্রকাণ্ড গাছে ঘেরা জঙ্গল। নির্জন জঙ্গলের বুক চিরে বয়ে গেছে সরু রাস্তা। প্রকৃতিতে বেড়ে ওঠা জানা-অজানা অসংখ্য গাছ।

+
ঘন

ঘন জঙ্গল সরু জংলি রাস্তা হাওড়ায় নেচার ট্রেইল

হাওড়া: হাওড়ায় নেচার ট্রেল, প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা প্রকাণ্ড গাছে ঘেরা জঙ্গল। নির্জন জঙ্গলের বুক চিরে রয়েছে সরু রাস্তা। প্রকৃতিতে বেড়ে ওঠা জানা-অজানা অসংখ্য গাছ। কোথাও গাছের ঘনত্ব এতটাই যে, সূর্যের আলো ঠিকমত মাটিতে পৌঁছচ্ছে না। এই জঙ্গল যে হাওড়ার মাটিতে, সেটাও ভাবার অবকাশ নেই। তার মধ্যেই রয়েছে প্রায় ২ কিলোমিটার আঁকাবাঁকা সরু জংলি রাস্তা। রয়েছে লেকের উপর বাঁশের সাঁকো, বাঁশের তৈরি কুঁড়েঘর। এই স্থান বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের অন্য মাত্রায় আকর্ষিত করবে।
শিবপুর বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে ‘নেচার ট্রেল’। উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের সচিব লীনা নন্দন। বি গার্ডেনের শতাব্দী প্রাচীন বিখ্যাত বটগাছ এবং অ্যাকোয়াটিক প্ল্যান্ট ঘুরে দেখেন। নিজে হাতে গাছ লাগান। নেচার ট্রেল সাধারণ মানুষের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়।
advertisement
এই নেচার ট্রেলের জন্য অতিরিক্ত কোন চার্য লাগছে না। মূলত এতদিন বোটানিক্যাল গার্ডেন যে টিকিটের মাধ্যমে জনসাধারণ প্রবেশ অধিকার পেয়ে আসছে। সেই একটি টিকিটে বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য এবং ‘নেচার ট্রেল ‘ অর্থাৎ ঘন জঙ্গলের নিস্তব্ধতা দুই উপভোগ করতে পারবেন। এই জঙ্গলের মধ্যে বেশ কিছু রাস্তা রয়েছে। সেই সমস্ত রাস্তার নির্দিষ্ট নামকরণ করা হয়েছে। কার্যত বলা যেতে পারে পুজোর আগে এই সুযোগ। হাওড়ার বাসির কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
advertisement
আরও পড়ুনঃ বাজারে কাঁপাতে ঢুকল পদ্মার তাজা ইলিশ! দামও হাতের নাগালে, কোন বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে?
অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবেশবান ও জলবায়ু পরিবর্তন দফতর সচিব লীনা নন্দন, শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক গার্ডেনের ডাইরেক্টর এ এ মাও, জয়েন্ট ডাইরেক্টর দেবেন্দ্র সিং-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Weekend Trip: ঘন জঙ্গল, সরু জংলি রাস্তা, কলকাতার পাশেই হচ্ছে 'নেচার ট্রেইল'! রইল বেড়ানোর বিস্তারিত তথ্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement