Howrah News: সন্ধা নামলেই গ্রামে বাঘের আতঙ্ক! গ্রামে লুট হচ্ছে হাঁস মুরগি ছাগল, অবশেষে যা ঘটল!
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
গত প্রায় দশ থেকে পনের দিন যাবত এলাকায় অচেনা প্রাণীর আনাগোনা, সন্ধার পর থেকে গ্রামের নজরে আসছে দুটি অচেনা প্রাণী,মানুষেরকেউ কেউ বলছেন বাঘ, তাতেই বেড়েছে এলাকায় আতঙ্ক, যদিও এর কারণ হিসেবে জানা যায় গ্রামে মানুষের বাড়ি থেকে কখনও হাঁস মুরগি আবার পোষা ছাগলের উপর আক্রমন আসছে মাঝে মধ্যে কখনও গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে ছাগল গোয়ালে।
#বাগনান : গত প্রায় দশ থেকে পনের দিন যাবত এলাকায় অচেনা প্রাণীর আনাগোনা, সন্ধার পর থেকে গ্রামের নজরে আসছে দুটি অচেনা প্রাণী,মানুষেরকেউ কেউ বলছেন বাঘ, তাতেই বেড়েছে এলাকায় আতঙ্ক, যদিও এর কারণ হিসেবে জানা যায় গ্রামে মানুষের বাড়ি থেকে কখনও হাঁস মুরগি আবার পোষা ছাগলের উপর আক্রমন আসছে মাঝে মধ্যে কখনও গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে ছাগল গোয়ালে। এমন ঘটনা ঘটেছে ওই এলাকায়। এলাকায় রাতের অন্ধকারে ঘোরাফেরা করতে দেখা গেছে বাঘের মত প্রাণী, যদিও স্থানীয় মানুষের কথায়, বাঘের থেকে একটু ছোট আকার প্রাণী যা এলাকার মানুষ বাঘ ভেবে আতঙ্কে রয়েছে।
গ্রামবাসীদের ভয়, হাঁস মুরগি ছাগলের মত তাদের ছেলে-পুলেদের উপর আক্রমণ করতে পারে।এ কথা জানাজানি হতেই গ্রামের বেশ কিছু মানুষ লাঠিসোটা নিয়ে তৈরি। সকলে সতর্ক এবার গ্রামে ঢুকলেই তার ওপর ঝাঁপিয়ে পড়বে গ্রামবাসীরা, আসলে তারাও যে ভয়ে রয়েছে তাদের পরিবারের ছেলেমেয়েদের কোনও না ক্ষতি হয় সে কথা ভেবেই এই সিদ্ধান্ত। তবে এর আগে যেমন প্রাণীটিকে কখনো দেখেনি বাগনান দুর্লভপুর ও হাতেমপুরের মানুষ।
advertisement
আসলে তাদের জানা ছিলনা সন্ধা হলেই ঘরের সামনে হাগডাক বা ঘোরাফেরা করছে, যে প্রাণীটি সেটি রাজ্য প্রাণী বাঘরোল! বৃহস্পতিবার হাওড়ার অন্যতম পরিবেশ প্রেমী সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ সদস্য বনদফতর এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। মানুষকে সচেতন করতে পারলে মানুষ যেমন ভয় আতঙ্ক মুক্ত হবে সেই সঙ্গে নিরীহ রাজ্য প্রাণীটি বাঁচবে প্রাণে। দুর্লভপুর ও হাতিমপুর গ্রামে সচেতনতার শিবির।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
December 30, 2022 6:57 PM IST