Howrah: বর্ষায় বিপজ্জনক রাস্তা! সমস্যায় একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ

Last Updated:

গ্রামের প্রধান রাস্তা দিন দিন বেহাল রূপ নিচ্ছে, সমস্যায় হাজারো মানুষ। হাওড়া সাঁকরাইল ব্লকের অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়ক কান্দুয়া খাঁ পাড়া থেকে হাতিশাল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পিচের রাস্তা।

+
title=

#হাওড়া : গ্রামের প্রধান রাস্তা দিন দিন বেহাল রূপ নিচ্ছে, সমস্যায় হাজারো মানুষ। হাওড়া সাঁকরাইল ব্লকের অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়ক কান্দুয়া খাঁ পাড়া থেকে হাতিশাল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পিচের রাস্তা। বর্ষায় বিপদজনক রূপ নিয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ কান্দুয়া গ্রাম পঞ্চায়েত অফিসে একাধিকবার রাস্তা মেরামতির দাবি জানানো হয়েছে, তবে মেলেনি সুরাহা। রাস্তা জুড়ে তৈরি হয়েছে গর্ত, সেই গর্তে জমা জল সমস্যায় পথ চলতি মানুষ ও চালকরা। এক টোটো চালকের কথায় জনা যায়, এই রাস্তা পারাপার করতে যেমন সমস্যা হয়, তেমনি যাত্রী নিয়ে ভাঙা রাস্তা খাদ খন্দে জমা জল পারাপার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রী নিয়ে পারাপার করতে বিপদের আশঙ্কা, মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।
 
 
advertisement
স্থানীয় এক ব্যক্তি জানায়, কয়েক বছর এই রাস্তার দুরবস্থা। পঞ্চায়েতে একাধিকবার মার্জ পিটিশন দেয়া হয়েছে তবে মেলেনি সুরাহা। বর্ষা শুরু হতে পথ চলতে মানুষের দুর্ভোগ বেড়ে গিয়েছে, কান্দুয়া স্বাস্থ্য কেন্দ্র, কান্দুয়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়, কান্দুয়া মহাকালী হাই স্কুল, লাইব্রেরী যাবার এই পথ বর্ষার জমা জলে আরও খারাপ হয়ে পড়ছে।
advertisement
 
স্থানীয় মানুষজন জানায় কবে প্রশাসনের নজরে পড়ে সেই দিকেই তাকিয়ে তারা। তবে, প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদ সদস্য রিজিয়া খাতুন জানান, রাস্তাটি বেহাল দশা এলাকার মানুষের কথা ভেবে, কিছু দিন আগেই, মন্ত্রী পুলক রায়কে জানিয়ে ছিলাম, উনি পঞ্চায়েত দপ্তরের কর্মীদের পাঠিয়েছিলেন রাস্তার মাপযোগ্য সম্পন্ন হয়েছে। টেন্ডার পাশ হয়ে গিয়েছে, আশা করা যায় পুজোর আগে রাস্তার কাজ সম্পন্ন হবে।
advertisement
 
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: বর্ষায় বিপজ্জনক রাস্তা! সমস্যায় একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement