Panchayat Election 2023 Results: হাওড়ায় ২০১৮-কে ছাপিয়ে গেল তৃণমূল, হুগলির পাড়ে সবুজ সুনামি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়ায় ২০১৮-এর ফলকে ছাপিয়ে গেল তৃণমূল। বিরোধীদের নিশ্চিহ্ন করে সবুজ সুনামি
হাওড়া: হুগলির পাড়ের জেলায় আবার সবুজ ঝড়। হাওড়ায় গতবারের রেকর্ড ভাঙল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে দলের এই বিপুল সাফল্যে আনন্দে আত্মহারা তৃণমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন তাঁরা। জেলাজুড়ে উড়ছে সবুজ আবির। লাল, গেরুয়া রঙের প্রায় নিশ্চিহ্ন।
নির্বাচন কমিশনের তথ্য বলছে হাওড়ার ১৫৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১ টি বিজেপির দখলে গিয়েছে। ২০১৮ সালে এই সংখ্যাটা ছিল ৮। অন্যদিকে ৪ টি গ্রাম পঞ্চায়েত সিপিএম, কংগ্রেস ও আইএসএফ জোট দখল করেছে। সবমিলিয়ে জেলায় মাত্র ৫ টি পঞ্চায়েত শাসক দলের হাতছাড়া হয়েছে। বাকি ১৫২ টি পঞ্চায়েতই তৃণমূলের দখলে গিয়েছে। যা গতবারের তুলনায় বেশি। পাশাপাশি জেলার ১৪ টি পঞ্চায়েত সমিতই দখল করেছে তৃণমূল। জেলা পরিষদেও বিরোধীরা দাঁত ফটাতে পারেনি। ৪২ টি জেলা পরিষদ আসনের সবকটিতেই জয়ী শাসক দল।
advertisement
advertisement
২০২১ এর বিধানসভা নির্বাচনেও হাওড়ার সব কটি কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। এবার আনিস খানের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনাকে পুঁজি করে হাওড়া জেলার একটা বড় অংশে দাঁত ফোটানোর চেষ্টা করেছিল বামেরা। তাদের সঙ্গে ছিল কংগ্রেস ও আইএসএফ। কিন্তু খোদ আনিসের দাদা-মামা হেরে গিয়েছেন।
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 6:47 PM IST