Howrah News: এলাকার মানুষের ভরসা তিনিই! বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন ডাক্তারবাবু

Last Updated:

মাত্র ১০ টাকার বিনিময়ে একটি কার্ড সংগ্রহ করলে চার মাস সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।

+
title=

#হাওড়া: বর্তমান সময়ে বহু মানুষ রয়েছে যারা প্রতিদিন সংসারে খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন, তার উপর যদি বাঁধে রোগের বাসা, তো আর কথাই নেই। গ্রামাঞ্চলে এমন বহু পরিবার রয়েছে যাদের একদিকে সংসারের খরচ অন্যদিকে চিকিৎসা খরচ জোগাড় করা এক প্রকার দায় হয়ে পড়ে। যদিও বিনামূল্যে সরকারিভাবে বিভিন্নভাবে চিকিৎসা পরিষেবা মানুষের জন্য চালু রয়েছে, এতে মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে, তবে প্রাথমিকভাবে সাধারণ জ্বর জালার চিকিৎসা করাতে সামান্য টাকা জোগাড় করতে হিমশিম খায় বহু পরিবার, সেই সমস্ত মানুষের কথা ভেবেই অভিনব ভাবনা, এক ডাক্তার বাবুর।
মাত্র ১০ টাকার বিনিময়ে একটি কার্ড সংগ্রহ করলে চার মাস সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এই পরিষেবা চালু করেছেন, পাঁচলা গোন্ডলপাড়া গ্রামের ডাক্তার অরুণ পল্ল্যে পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক।
advertisement
advertisement
জানা যায় ডাক্তারবাবু ৩০ থেকে ৩৫ বছর ধরে মানুষের চিকিৎসা করে চলেছেন, মাঝেমধ্যেই এমন মানুষজন আসেন যাদের চিকিৎসা অতি প্রয়োজন তবে তাদের ডাক্তারবাবুকে দেওয়ার মত বা ওষুধ কেনার মত টাকা নেই। সেই সমস্ত মানুষের কথা ভেবে এই চিকিৎসা পরিষেবা জানিয়েছেন ডাক্তারবাবু অরুন পল্ল্যে, তিনি আরো জানান গত প্রায় দশ বছর ধরে তিনি বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে কিভাবে মানুষের পাশে থাকা যায়।সেই চিন্তা ভাবনা নিয়েই গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু রয়েছে।
advertisement
প্রসঙ্গে ডাক্তার বাবু জানান আগামী দিনের আরও কিভাবে মানুষের পাশে থাকা যায় সেদিকে গুরুত্ব রাখছেন। বিনামূল্য চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষজনের মধ্যে অনেকেই জানায়, এই চিকিৎসা পরিষেবাতে দারুণভাবে তারা উপকৃত হচ্ছেন।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এলাকার মানুষের ভরসা তিনিই! বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন ডাক্তারবাবু
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement