পরিবেশ তো ভাল থাকবেই, সঙ্গে ঘরে আসবে কোটি টাকা! এই ৩ গাছ লাগানোর কথা ভেবেছেন কখনও?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এমন তিনটি গাছ রয়েছে যার চাষ করে কোটিপতি হওয়াও সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি বিষয়।
#কলকাতা: কৃষিক্ষেত্রে সব সময় ঝুঁকি রয়েছে। কারণ এই ক্ষেত্রে লাভ নির্ভর করে বিভিন্ন ধরনের বিষয়ের উপর। ফসল উৎপাদন, আবহাওয়া এবং ফসলের বিক্রির ওপর নির্ভর করে লাভের পরিমাণ। বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, কৃষিক্ষেত্রে লাভের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হওয়ার কারণে কৃষকরা চাষবাস ছেড়ে দিয়ে, অন্য কোনও বিকল্প খুঁজে চলেছেন। কিন্তু ফসল উৎপাদন না করে গাছের চাষ করে মোটা টাকা উপার্জন করা সম্ভব। এমন কিছু গাছ রয়েছে যার চাষ করলে খুব সহজেই মোটা মুনাফা হওয়া সম্ভব। এমন তিনটি গাছ রয়েছে যার চাষ করে কোটিপতি হওয়াও সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি বিষয়।
advertisement
advertisement
কেউ যদি সফেদা গাছের চাষ করে তাহলে খুব সহজেই মোটা টাকা লাভ করতে পারবেন। কারণ এই গাছের চাষ করতে কোনও ধরনের সমস্যা নেই। এই গাছের চাষ করার জন্য খুব বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় না। আবার মরশুম পরিবর্তন হলেও এই গাছের ওপর কোনও প্রভাব পড়ে না। এর ফলে এই গাছের চাষের জন্য খরচের পরিমাণ খুবই কম। অর্থাৎ কম খরচে এই গাছের চাষ করে মোটা টাকা লাভ করা সম্ভব। সফেদা গাছের কাঠ বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়।
advertisement
এই গাছের কাঠ দিয়ে ফার্নিচার, বোর্ড ইত্যাদি তৈরি করা হয়। মাত্র ২১ থেকে ৩০ হাজার টাকা দিয়ে এই গাছের চাষ শুরু করা যেতে পারে। একটি গাছ থেকে প্রায় ৪০০ কিলোর মতো কাঠ পাওয়া যেতে পারে। বাজারে এই কাঠের দাম প্রতি কেজি ৬-৭ টাকা। অর্থাৎ কেউ যদি ৩ হাজার গাছ লাগিয়ে থাকেন, তাহলে সে খুব সহজেই ৭২ লাখ টাকা উপার্জন করতে পারবেন।
advertisement
গামার গাছ খুব তেজগতিতে বৃদ্ধি পায়। এই গাছের পাতা দিয়ে ওষুধ তৈরি করা হয়। আলসারের মতো রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য এই গাছের ডালপালা খুবই উপকারী। প্রায় ১ একর জমিতে এমন ৫০০টি গাছ লাগানো সম্ভব। এর জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হবে। কিন্তু এর থেকে আয় হবে দ্বিগুণ। এই গাছের কাঠের কোয়ালিটির ওপর লাভের মাত্রা নির্ভর করে। ১ একর জমিতে এই গাছের চাষ করলে প্রায় ১ কোটি টাকা আয় করা সম্ভব। এটি লম্বা সময়ের জন্য একটি বিনিয়োগ। কারণ এই গাছ বড় হতে প্রায় ১০ থেকে ১২ বছর সময় লাগে।
advertisement
বাজারে সেগুন গাছের কাঠ খুবই দামি। এর কাঠ খুব শক্ত হওয়ার জন্য খুবই জনপ্রিয়। ১ একর জমিতে প্রায় ৫০০টি গাছ লাগানো সম্ভব। কিন্তু সেখানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের গাছের চাষ বরফযুক্ত এলাকা এবং মরুভূমি এলাকায় হয় না। এই গাছের পাতা খুবই তেঁতো হয় এর জন্য পশুপাখিরাও এই গাছের পাতা খায় না। এই গাছের চাষে মুনাফার পরিমাণ খুবই বেশি। কিন্তু এখনও অনেকেই এই গাছের ব্যাপারে খুবই কম জানেন। লম্বা সময়ের জন্য এই গাছের ওপর বিনিয়োগ করলে মোটা টাকা লাভ করা সম্ভব।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 4:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পরিবেশ তো ভাল থাকবেই, সঙ্গে ঘরে আসবে কোটি টাকা! এই ৩ গাছ লাগানোর কথা ভেবেছেন কখনও?