Howrah News: মাঝগঙ্গায় প্রবল ঢেউ, আছড়ে পড়ল লঞ্চ! ভাইরাল ভিডিও-র আসল কারণ জানলে অবাক হবেন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন দুপুরে বেশ কিছু যাত্রী নিয়ে একটি লঞ্চ নদী পারাপার করছিল। হঠাৎ লঞ্চটি জোয়ার বা কোটালের মুখে পড়ে। তাতেই প্রবল জলের ঢেউয়ে লঞ্চটিকে বিপজ্জনক ভাবে ভাসতে দেখা যায়। সে মুহূর্তে লঞ্চ থেকে যাত্রীদের ভয়ংকর চিৎকার শোনা যায়। এমন ঘটনা একাংশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে ফেরি যাত্রীদের মধ্যে।
হাওড়া: গঙ্গার ভয়ঙ্কর রূপ, উত্তাল নদীর জলে খড় কুটোর মত ভাসছে যাত্রী বোঝাই লঞ্চ! একেবারে হাড় হিম করা দৃশ্য হাওড়ায়। মাঝনদীতে ঢেউয়ে আছড়ে পড়া লঞ্চ থেকে ভেসে আসছে যাত্রীদের আর্তনাদ, এমনই একটি ভিডিও ভাইরাল নেট মাধ্যমে। যদিও এই ঘটনা গত কয়েকদিন আগের। ভিডিও দেখে স্তম্ভিত অনেকেই।
এদিকে এই ঘটনা ভয়ংকর তবে অস্বাভাবিক নয় বলছেন অনেকেই। কারণ প্রকৃতির নিয়মে জোয়ার ভাটা হয় হুগলি বা গঙ্গা নদীতে। গঙ্গা তীরে থাকা মানুষের কাছে অতি পরিচিত ঘটনা। কোটাল মানেই নদীর এমন রূপ হামেশাই দেখা যায়। জোয়ার বা কোটালের সময় কীভাবে যাত্রী বোঝাই লঞ্চ নদীতে ভাসল তা নিয়ে চিন্তিত সবাই। সাধারণত জোয়ার-ভাটার সময় ফেরি পারাপার বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে দিনের নির্দিষ্ট কয়েক মিনিট ফেরি পারাপার নিয়ন্ত্রণ করা হয়।
advertisement
সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন দুপুরে বেশ কিছু যাত্রী নিয়ে একটি লঞ্চ নদী পারাপার করছিল। হঠাৎ লঞ্চটি জোয়ার বা কোটালের মুখে পড়ে। তাতেই প্রবল জলের ঢেউয়ে লঞ্চটিকে বিপজ্জনক ভাবে ভাসতে দেখা যায়। সে মুহূর্তে লঞ্চ থেকে যাত্রীদের ভয়ংকর চিৎকার শোনা যায়। এমন ঘটনা একাংশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে ফেরি যাত্রীদের মধ্যে। একই সঙ্গে ফেরি পারাপারকারী সংস্থার বিরুদ্ধে যাত্রী সুরক্ষার বিষয়েও নানা প্রশ্ন উঠেছে। কিছু অংশের যাত্রীর ফেরি পারাপার করতেই ভয়ে রয়েছেন। তবে যাত্রীরা নির্ভয়ে পারাপার করতে পারেন, জানাচ্ছে হুগলির পরিবহণ বিভাগ।
advertisement
advertisement
এ প্রসঙ্গে হুগলি জলপথ পরিবহণের ডিরেক্টর অজয় দে জানান, এমন ঘটনা মোটেও কাম্য নয়। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যাত্রী সুরক্ষার দিক গুরুত্ব রেখে সময় মেনে হুগলি জলপথ পরিবহন ফেরি পরিষেবা দিয়ে থাকে। যে সংস্থাই হোক, সে এই সময় লঞ্চ চালিয়ে ভুল করেছে। কীভাবে এই সময় যাত্রী নিয়ে নদীতে ভাসল, এই প্রশ্ন তো উঠবেই। তিনি আর বলেন, প্রতিদিন জোয়ার ভাটায় নির্দিষ্ট সময়সূচি ধরে টাইট টেবিল দেওয়া হয়। যে কারণে জোয়ার ভাটা বা কোটালের সময় নির্দিষ্ট কয়েক মিনিট পারাপার বন্ধ থাকে। নির্দেশিকায় পুঙ্খানুপুঙ্খ ভাবে কোথায় কোন ঘাটে ঢেউ বেশি থাকবে তা উল্লেখ করা থাকে। সেই মতোই হুগলি জলপথ পরিবহণ ফেরি পারাপার করে থাকে। তিনি আরও জানান, ‘ভয়ংকর বিপদ থেকে রক্ষা মিলেছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমস্ত ফেরি পারাপারকারী সংস্থা সতর্ক থাকুক।’
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2024 1:34 PM IST







