Howrah News: সারা বছর জমা জলের সমস্যায় জেরবার আন্দুলের এই এলাকা

Last Updated:

হাওড়ার এই এলাকার চিত্র দেখে মনে হবে বাড়ি নয়, মানুষ পুকুরে বাস করছেন। বছরের পর বছর ধরে জমা জল!  দুর্ভোগের শিকার আন্দুলের আরগড়ি রায় পাড়ার মানুষ।

+
জমা

জমা জলের দুর্ভোগে মানুষ

হাওড়া: বছরের পর বছর ধরে জমা জল! দুর্ভোগের শিকার আন্দুল গ্রাম পঞ্চায়েতের আরগড়ি রায় পাড়ার মানুষ। সমস্যায় কয়েক হাজার মানুষ, দিন যত গড়াচ্ছে সমস্যা আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। হাওড়ার এই এলাকার চিত্র দেখে মনে হবে মানুষের বাড়ি নয়, মানুষ পুকুরে বাস করছেন। কিন্তু ব্যাপারটা তেমন নয়| এখানে মানুষের দুর্ভোগ লেগেই রয়েছে। আমরা কথা বলছি আন্দুল গ্রাম পঞ্চায়েতের আরগড়ি রায়পাড়া এলাকায় যেখানে জলমগ্ন বহু বাড়ি। কোথাও আবার সারা বছর জল মানুষ এক বুক জল পার করেই দিন কাটাচ্ছে। গত কয়েক বছর এই সমস্যা। জলে মিশে রয়েছে কলকারখানার আবর্জনা । ঘা,চুলকানি জ্বর-সর্দি কাশি লেগে রয়েছে । সঙ্গে রয়েছে সাপ পোকামাকড়ের উপদ্রব। যত দিন যাচ্ছে সমস্যা আরও জটিল হচ্ছে।
আরও পড়ুন:  প্রায় ৬ হাজার দুষ্প্রাপ্য পুঁথি ডিজিটাইজেশনের কাজ শুরু হাওড়ায়
বারংবার জানালেও সমস্যা সমাধান হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। কয়েক হাজার পরিবার জল যন্ত্রণায় কাতর। অভিযোগ এই সমস্যা থেকে মুক্তি পেতে স্থানীয় পঞ্চায়েত ও বিভিন্ন দফতরে জানিয়েও মেলেনি সুরাহা বলে অভিযোগ স্থানীয়দের। এই সমস্যা প্রায় ১২-১৪ বছর যাবৎ দিন যত গড়াচ্ছে সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। একবার বৃষ্টি হলে সেই জল থাকে সপ্তাহ ব্যাপী, কার্যত বছরে প্রায় ৯-১০ মাস জলমগ্ন এলাকা। জল থৈ থৈ রাস্তা ঘাট মানুষের ঘর বাড়ি খেলার মাঠ সর্বত্র। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান দীর্ঘদিন সেই সমস্যা। নিচু ওই এলাকার পাশ দিয়ে জাতীয় সড়ক যাবার ফলে নিকাশি বাধা প্রাপ্ত হয়েছে, তাতেই সমস্যা বেড়েছে। যদিও আন্দুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিকাশি বহাল রাখার কাজ শুরু হয়েছে | খুব দ্রুত মানুষের সমস্যা সমাধান ঘটবে বলেই আশাবাদী পঞ্চায়েত প্রধান |
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: সারা বছর জমা জলের সমস্যায় জেরবার আন্দুলের এই এলাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement