Panchayat Election 2023: স্ট্রংরুমের দেওয়াল ভাঙা দেখেই চক্ষু চড়কগাছ, এ কী হল হাওড়ায়, শুনলে চমকে যাবেন

Last Updated:

স্ট্রংরুমের দেওয়াল ভাঙা, দেখেই চক্ষু চড়কগাছ বিরোধীদের। রবিবার রাতে স্টং রুমের দেওয়াল ভাঙা খবর শুনে চাঞ্চল্য ছড়ায় ডোমজুড় আজাদ হিন্দ কলেজ এলাকায়।

স্ট্রং রুমের দেওয়াল ভাঙা দেখেই চক্ষু চড়কগাছ বিরোধীদের প্রতিবাদে বিক্ষোভ
স্ট্রং রুমের দেওয়াল ভাঙা দেখেই চক্ষু চড়কগাছ বিরোধীদের প্রতিবাদে বিক্ষোভ
হাওড়া: স্ট্রংরুমের দেওয়াল ভাঙা, দেখেই চক্ষু চড়কগাছ বিরোধীদের। রবিবার রাতে স্ট্রংরুমের দেওয়াল ভাঙা খবর শুনে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভোটে রাজ্যজুড়ে লাগাম ছাড়া সন্ত্রাসের পর এবার স্ট্রংরুম থেকে ব্যালট বক্স লুঠের চেষ্টা। আর এই খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে ডোমজুড় আজাদ হিন্দ কলেজের স্ট্রংরুমে।
পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই চল্লিশ ছুঁইছুঁই মৃত্যু সংখ্যা। বুথ দখল ছাপ্পা ভোট সন্ত্রাসের পর, অবশেষে স্ট্রংরুমে দেওয়াল ভাঙার অভিযোগ ডোমজুড়ে। আর এই ঘটনাতেই গর্জে উঠেছে বিরোধী শিবির।
advertisement
advertisement
শনিবার ভোট শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে রাত পর্যন্ত ব্যালট বক্স নিয়ে আসা হয় ডোমজুড় আজাদ হিন্দ কলেজে। রবিবার রাত্রে কলেজের বাউন্ডারি ওয়াল ভাঙার ঘটনা সামনে আসে। জানা যায় প্রায় ছ ‘ফুট উচ্চতা এবং পাঁচ ফুট চওড়া আকারে দেওয়াল ভাঙা। রবিবার রাতেই বিরোধী দলের কর্মীদের নজরে আসে এই ঘটনা।
advertisement
মুহূর্তেই সেই ঘটনা কথা ছড়িয়ে পড়ে এলাকায়। বিরোধীদের অভিযোগ এটা পরিকল্পনা মাফিক। এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলগুলি একত্রিত হয়। বিজেপি সিপিআইএম নির্দল এবং আইএসএফ। স্ট্রংরুমের সামনে বিক্ষোভ দেখায়।
advertisement
পরিস্থিতি সামাল দিতে ঘটনার স্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। খবর পেয়ে আসেন ডোমজুড় ব্লক সমষ্টি আধিকারিক গার্গী দাস। তিনি বলেন যাতায়াতের সুবিধার্থে রাস্তা তৈরির জন্য দেওয়াল কাটা হয়েছিল। যদিও তিনি ব্যালট লুটের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, রাজ্য পুলিশের পাশাপাশি স্টংরুম পাহারায় রয়েছে সেন্টাল আর্মড ফোর্স। স্ট্রংরুম ঘিরে কঠোর পাহারায় রয়েছে পুলিশ। তা ছাড়াও রাজনৈতিক দলের নজরদারিও রয়েছে। তবে এই কথাতে ক্ষান্ত নয় বিরোধী শিবির। ব্যালট লুটেরে চেষ্টা বলেই অভিযোগ বিরোধীদের।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Panchayat Election 2023: স্ট্রংরুমের দেওয়াল ভাঙা দেখেই চক্ষু চড়কগাছ, এ কী হল হাওড়ায়, শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement