Howrah News|| মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন! কাশফুলের বালিশ-লেপ তৈরি, আপনি কিনবেন নাকি?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Pillows are making with Kashful: কাশ ফুল থেকে তৈরি বালিশ। মুখ্যমন্ত্রীর কথামতোই, তৈরি হল কাশফুলের বালিশ ও লেপ। হাওড়ায় প্রশাসনিক মিটিংয়ে এসে কাশফুল থেকে শিল্প।
হাওড়া: কাশফুল থেকে তৈরি বালিশ। মুখ্যমন্ত্রীর কথামতোই তৈরি হল কাশফুলের বালিশ ও লেপ। হাওড়ায় প্রশাসনিক মিটিংয়ে এসে কাশফুল থেকে শিল্পের সম্ভাবনা রয়েছে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথাই বাস্তবে শিল্পের রূপে।
হাওড়া জেলার বিভিন্ন জলাভূমিতে দেখা যায় কাশফুলের সমারোহ। শরৎ-এ ক্ষেতের পর ক্ষেত ভরে ওঠে। সাদা পেজা তুলোর মত কাশফুল। কিছুদিন পর সেই ফুল বাতাসে উড়ে বেড়ায়। আবার ঝড়ে পড়ে মাটিতে। আমাদের আবেগের মধ্যে জড়িয়ে রয়েছে। এই অব্যবহৃত ফুলে থেকে শিল্পের সম্ভাবনা রয়েছে। এ কথা বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সে কথাতেই রাজ্যে বিরোধী শক্তি নানা জল্পনা শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ বিদায় নিয়েও ফিরল দাপুটে শীত! বেলা গড়ালেও অব্যাহত কুয়াশার দাপট
তবে মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব দিয়েই নয়া শিল্প। সাঁকরাইল ব্লক প্রশাসনের উদ্যোগে কাশফুলের বালিশ-সহ বিভিন্ন সরঞ্জাম তৈরির পরিকল্পনা শুরু হয়। সেই সিদ্ধান্ত থেকেই কাশফুল সংগ্রহের কাজ শুরু হয়। গত বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে মাঠ থেকে ফুল সংগ্রহ। সেই ফুল যত্ন সহকারে বিশেষ উপায়ে মজুত রাখা। এ বছর জানুয়ারির মাঝামাঝি থেকে বালিশ তৈরির কাজ শুরু হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আবহওয়ার বিরাট পরিবর্তন! দিঘার আকাশ বদলে গেল মুহূর্তে, জানুন সর্বশেষ পূর্বাভাস
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার পর বালিশ তৈরি শুরু হয়। সাঁকরাইল ব্লকের মোট ৫০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। মানিকপুর ও ধূলাগড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দুটি পাটে বিভক্ত করে দেওয়া হয়েছে। কাশ ফুলের বালিশ, কুসন এবং লেপ তৈরি হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ কড়া শীতে বৃষ্টির পূর্বাভাস, তুষারপাতের সম্ভাবনা, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? জানুন
প্রথমে কাশফুলের ডাঁটি থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নেওয়া। তারপর তিন ভাগ তুলো ও একভাগ কাজ ফুল মেশান। প্রতিটি বালিশের সাইজ ১৮ ইঞ্চি/ ২৬ ইঞ্চি ওজন প্রায় ৬৪০ গ্রাম। কুষাণ ১৮ ইঞ্চি/১৮ ইঞ্চি ওজন ৪০০ গ্রাম। লেফ ৭ ফিট/ ফুট। এতে তুলো এবং কাশফুলের পরিমাণ হল ৭৫% ও ২৫ %। বিশ্ব বাংলা মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে থান দেওয়া হয়েছে পরের জন্য। তা থেকেই মাপ করে কেটে ওয়ার তৈরি করছেন। তৈরি জিনিস বিশ্ব বাংলা মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে। এই বালিশ লেপ ও কুসনের বাজার মাত করবে বলে জানা গিয়েছে। এই ট্রায়াল পিরিয়ডে সবমিলিয়ে প্রায় ৫০ টি এবং কুসন তৈরি করা হয়েছে।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 3:46 PM IST






