Howrah News: পাঠাগারের দেওয়ালে ফুটে উঠছে স্থানীয় ইতিহাস! চলছে শতবর্ষের জোরদার প্রস্তুতি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজ আমলে ১৯২৫ সালের ১৪ এপ্রিল অধ্যায়ন সম্মিলনী নাম নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল এই পাঠাগার। সেই থেকে নিজ গরিমায় এগিয়ে চলেছে। আগামী বছর ১০০ বছরে পদার্পণ করবে।
হাওড়া: শতবর্ষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে বেতর অধ্যয়ন সম্মিলনী। আর কয়েক মাস পর উদযাপিত হবে শতবর্ষের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে সামনে রেখে সেজে উঠছে পাঠাগার। কয়েকজন সদস্য মিলে রঙ তুলির সাহায্যে দেওয়ালে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ছবি। পাঠাগারের দেওয়াল ফুটে উঠছে বেতর এলাকার স্থানীয় ইতিহাসে।
দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজ আমলে ১৯২৫ সালের ১৪ এপ্রিল অধ্যায়ন সম্মিলনী নাম নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল এই পাঠাগার। সেই থেকে নিজ গরিমায় এগিয়ে চলেছে। আগামী বছর ১০০ বছরে পদার্পণ করবে। তার সূচনা অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে গোটা পাঠাগারটি। বর্তমান ডিজিটাল যুগে বই পড়ার রেওয়াজ কমে গিয়েছে। স্মার্ট ফোনে বুঁদ নতুন প্রজন্ম পাঠাগারে এসে বই পড়ার অভ্যাস হারিয়েছে। বই বিমুখ এই বর্তমান প্রজন্মকে যাতে আবার পাঠাগারমুখী করা যায় সেই লক্ষ্য নেওয়া হয়েছে শতবর্ষের অনুষ্ঠানে।
advertisement
advertisement
আর তাই পাঠাগারে চাকরি জীবনে সাহায্য করবে এমন বইয়ের সম্ভার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ কক্ষের শিল্পকলা যাতে মানুষকে আকৃষ্ট করে তার উদ্যোগও নিয়েছে পাঠাগার কমিটি। তবে একটা কথা বলতেই হবে, এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও পাঠাগারে নিয়মিত পাঠক ধরে রেখেছে অধ্যয়ন সম্মিলনী। প্রতিদিন ২৫-৩০ জন পাঠক আসেন এখানে। আবার কোনও দিন এই সংখ্যাও অতিক্রম করে যায়। আগামীতে এই পাঠাগারে আরও পাঠক আসুক, শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে এটাই চাওয়া সকলের।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 5:06 PM IST