Howrah News: গ্রামে ঘাপটি মেরে ছিল কেপমারি ও পকেটমারি গ্যাং! জানতে পেরে আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

যে ভাড়া বাড়ি থেকে কেপমারী গ্যাং উদ্ধার হয়েছে বাড়ির মালিক জানান, অন্যান্য ভাড়াটিয়াদের থেকে এদের গতিবিধি ছিল অন্য যা দেখে সন্দেহ হয়।

+
থমথমে

থমথমে গোটা গ্রাম, ভাড়া বাড়ি থেকে ইদ্ধ  কেপমারী ও পকেটমারি গ্যাং

#হাওড়া: থমথমে গোটা গ্রাম, ভিন রাজ্য থেকে আসা কেপমারী ও পকেটমারির দল অস্থানা গেড়েছিল গ্রামের এক ভাড়া বাড়িতে। যদিও ওই দুষ্কৃতীদের আটক করেছে পুলিশ৷ তাদের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তদন্তে পুলিশ। প্রায় দুইদিন কেটে যাবার পর এখনও আতঙ্কের রেশ কাটেনি হাওড়া ডোমজুড় নারনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপিলাই গ্রামে। স্থানীয়দের কথায় জানা যায় গ্রামে বহু ভাড়া বাড়ি রয়েছে, দীর্ঘদিন ভাড়া বাড়িতে দূর-দূরান্ত থেকে মানুষ ভাড়ায় থেকেছেন তবে কোনদিন এই ধরনের কোনরকম ঘটনা ঘটেনি এলাকায়।
advertisement
যে ভাড়া বাড়ি থেকে কেপমারী গ্যাং উদ্ধার হয়েছে বাড়ির মালিক জানান, অন্যান্য ভাড়াটিয়াদের থেকে এদের গতিবিধি ছিল অন্য যা দেখে সন্দেহ হয়। তারপর দলীয় কার্যালয় ও পঞ্চায়েত অফিসে সে বিষয়ে জানানো হয়। তাদের সহযোগিতাতেই ধরা সম্ভব হয়েছে দুষ্কৃতীদের। এই প্রসঙ্গে নারনা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বুবাই চক্রবর্তী জানায়, পিপিলাই গ্রাম সহ পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া দেয়া হয় সেখানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে ভাড়াটিয়ারা আসেন।
advertisement
এই ধরনের ঘটনা ঘটার পর পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত ভাড়াটিয়াকে তাদের ডকুমেন্ট পঞ্চায়েত অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। এই ঘটনা ঘটার পর থেকে পঞ্চায়েত প্রশাসন সজাগ৷ এলাকার মানুষকে যেমন সচেতন করা হয়েছে, সেই সঙ্গে ভাড়াটিয়াদের সতর্ক করা হয়েছে। অন্য দিকে নতুন ভাড়াটিয়া এলে উপযুক্ত ব্যবস্থা মেনে ঘর বাড়ি ভাড়া দেওয়ার নির্দেশিকা জানানো হয়েছে বাড়ির মালিকদের। এ প্রসঙ্গে তিনি আরো বলেন এলাকার মানুষ এ ধরনের ঘটনা জেরে আতঙ্কিত হলেও তবে গ্রামের সমস্ত মানুষ সজাগ ও সচেতন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: গ্রামে ঘাপটি মেরে ছিল কেপমারি ও পকেটমারি গ্যাং! জানতে পেরে আতঙ্কে গ্রামবাসীরা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement