Howrah News: পঞ্চায়েত ভোটে হাওড়ার ব্যতিক্রমী ছবি! দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিতে
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
পঞ্চায়েত ভোটে হিংসা অব্যাহত থাকলেও হাওড়া জেলায় ব্যতিক্রমী ছবি। বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া সারাদিন শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটে অংশগ্রহণ করল জেলায়।
হাওড়া: পঞ্চায়েত ভোটে হিংসা অব্যাহত থাকলেও হাওড়া জেলায় ব্যতিক্রমী ছবি। বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া সারাদিন শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটে অংশগ্রহণ করল জেলায়। একের পর এক খুন, রক্তপাত, বোমা, গুলি — বাংলাজুড়ে দিনভর ভোটের ভয়ঙ্কর চিত্র ছবি ধরা পড়েছে। এর মাঝেই কিছুটা ব্যতিক্রমী ছবি দেখল হাওড়া জেলা। মোটের উপর শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হল হাওড়া জেলায়।
সকালে নির্ধারিত সময়েই বিভিন্ন বুথে ভোট শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনার পারদ। বিভিন্ন এলাকায় বুথ দখলের মত বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বড়ো কোনো হিংসার ছবি এদিন দেখা যায়নি। যদিও এদিন গ্রামীণ হাওড়ার বেশিরভাগ বুথেই একজন পুলিশ কর্মীকে চোখে পড়েছে।
advertisement
advertisement
বেশিরভাগ জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চোখে পড়েনি। তবে কোথাও কোথাও ভোট শুরুর কিছুক্ষণ পর বা বেশ কয়েক ঘন্টা পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাজির হয় বুথে। জেলার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়। অধিকাংশ বুথে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয় এবারও।
তবে বেশ কিছু বুথ দখলের অভিযোগ ওঠে। গঙ্গাধরপুর গ্রামের বাসিন্দা প্রদ্যুৎ মাজি জানান, বরাবর এই এলাকা শান্তিপূর্ণ। সমস্ত রাজনৈতিক দল এলাকায় শান্তি বজায় রাখতে সচেষ্ট। মানুষ সহজেই নিজের ভোট দিতে পারেন।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 7:29 PM IST