Panchayat Election 2023: বাড়ি থেকে টাকা কিছুই পাননি তাঁরা! তবুও চাইছেন পঞ্চায়েত হোক শাসক দলের! কারণ জানুন

Last Updated:

Panchayat Election 2023: রয়েছে অনেক অভিযোগ! তারপরেও কেন চাইছেন এমন? জানুন

+
পঞ্চায়েতের

পঞ্চায়েতের উন্নয়নের খতিয়ান

হাওড়া: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উষ্ণতার পারদ চড়ছে রাজ্যজুড়ে। শাসক ও বিরোধীরা উভয়ে রাজ্য জুড়ে জোর প্রচার চালাচ্ছে। বিরোধীরা দুর্নীতিকে অস্ত্র করে প্রচারে নেমেছে। নির্বাচনী হাওয়া বইছে রাজ্যে। তার উপর নিয়োগ দুর্নীতির ঘটনায় আরও বেশি করে নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে। দুর্নীতিকে এবার প্রচারে প্রধান অস্ত্র করেছে বিরোধীরা। অন্যদিকে উন্নয়নকে সামনে রেখে এবারের নির্বাচনী প্রচারে শামিল শাসক দল। হাওড়া জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বাগনান ব্লকের অন্তর্গত বাইনান গ্রাম পঞ্চায়েত।
এক সময়ে জেলার কৃষি ভাণ্ডার বাগনান। এই কৃষি প্রধান বাগনান ব্লকের অন্তর্গত বাইনান গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্তমানেও বহু মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি এই পঞ্চায়েত এলাকায় কুটির শিল্প, শ্রমিক ও চাকরিজী মানুষের বসবাস। বাইনান গ্রাম পঞ্চায়েতের ২১ টি সংসদ। প্রতিটি সংসদ শাসক দলের দখলে।শাসকদলের অধীনে এই গ্রাম পঞ্চায়েত ২১ টি সংসদের মানুষ খুশি। সমগ্র এলাকাতে সুষ্ঠুভাবে সরকারি উন্নয়ন পৌঁছেছে, দাবি পঞ্চায়েত প্রধানের। প্রধানের সেই দাবিকে মান্যতা দিয়েছে পঞ্চায়েত এলাকার সিংহভাগ মানুষ।
advertisement
advertisement
সরকারি প্রকল্প পেয়ে এবং পঞ্চায়েত পরিষেবায় খুশি তারা।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে, অধিকাংশ মানুষ চাইছেন শাসক দলের দখলেই থাকুক এই পঞ্চায়েত। পানীয় জল রাস্তাঘাট আলোর ভাল ব্যবস্থা হয়েছে এবার। এছাড়াও বিভিন্ন এলাকার প্রয়োজনীয়তা অনুযায়ী পঞ্চায়েতের তরফ থেকে কাজ হয়েছে গত পাঁচ বছরে। মালতি সাঁতরা জানান, সরকারি প্রকল্পে উপকৃত এবং পঞ্চায়েতের পরিষেবা সুষ্ঠুভাবে পেয়েছি।
advertisement
তাঁরা চাইছেন শাসক দলের দখলেই থাকুক পঞ্চায়েত। ১০০ দিনের কাজ করে টাকা মেলেনি তবে পঞ্চায়েতের প্রতি ভরসা রয়েছে। যারা ক্ষমতায় রয়েছে তারাই নির্বাচনের পর ক্ষমতায় থাকুক। তাহলেই আমরা সুষ্ঠুভাবে পরিসেবা এবং কাজ পাব, বললেন, মিলন সাঁতরা। অন্যদিকে অভিযোগের সুর রয়েছে সামান্য কিছু মানুষের গলায়। কোরিয়া গ্রামের বাসিন্দা পূর্ণিমার সাঁতরা জানান এখনও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেলাম না। সবকিছু থেকেই বঞ্চিত রয়ে গেছি।এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান তাপস হাজরা জানান, পঞ্চায়েতের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে রাস্তাঘাট আলো ছাড়াও মানুষের প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ হয়েছে এলাকা ভিত্তিক।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Panchayat Election 2023: বাড়ি থেকে টাকা কিছুই পাননি তাঁরা! তবুও চাইছেন পঞ্চায়েত হোক শাসক দলের! কারণ জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement