Benefits of Neem: চামড়ার বিভিন্ন সমস্যা থেকে ব্লাড সুগার! দারুণ উপকারী নিম, বিস্তারিত জানুন

Last Updated:

Benefits of Neem: নিম গাছের পাতা ডাল পালা রস সবই কাজে লাগে মানুষের। নিম গাছের ফল বাদে বাকি প্রায় সবটুকু অংশই কাজে লাগে, চামড়ার বিভিন্ন সমস্যা থেকে সুগাররের ক্ষেত্রে দারুণ উপকারী 

+
চামড়ার

চামড়ার বিভিন্ন সমস্যা থেকে সুগারে দারুণ উপকারী নিম

রাকেশ মাইতি, হাওড়া: নিম হল একটি ওষধি গাছ যার পাতা, ডালপালা-সহ সব অংশই কাজে লাগে মানুষের। নিমগাছের ফল বাদে বাকি প্রায় সবটুকু অংশই কাজে লাগে। ভেষজ গুণে ভরপুর নিম। ডক্টর শক্তিপদ ঘোষ জানান, " নিম তিনটি ক্ষেত্রে দারুণভাবে উপকারী। চর্মরোগ সারাতে নিমের জুড়ি মেলা ভার। " গ্রামাঞ্চলে ও নিমের ব্যবহার দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তবে বর্তমান সময়ে নিমপাতার গুণাবলী সম্পর্কে অনেকেরই অজানা।
গ্রামেগঞ্জে অবাধে বেড়ে ওঠা গাছেদের মধ্যে একটি হল নিম। নিম গাছের সঙ্গে পরিচিত হলেও এর গুণ অজানা অনেকের কাছেই। ব্লাড সুগার পেশেন্টের ক্ষেত্রে অত্যন্ত উপকারী নিম। অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে নিম।  সুগারের ক্ষেত্রে নিমের পাতাকে শুকিয়ে চূর্ণ করে ব্যবহার করা হয়। এক চামচ করে খাওয়ার পর ব্যবহার করা যেতে পারে। অথবা নিমপাতার রস বের করে এক চামচ সকালে বিকাল খাওয়া যেতে পারে।
advertisement
আরও পড়ুন :  অশুভ শক্তি দূর করে বাড়িতে সৌভাগ্য বয়ে আনে এই ফুলগুলি
চুলকানি বা চামড়ার সমস্যার ক্ষেত্রে দারুণ কার্যকর। প্রথমত অল্প একটু স্থানে লাগিয়ে দেখে নেওয়া যায়। পাতাগুলিকে ভাল করে ধুয়ে, থেঁতো করে নেওয়া হয়। বা কাঁচা হলুদের সঙ্গেও ব্যবহার করা যেতে পারে। তবে আগে দেখে নেওয়া ভাল যে নিমপাতা থেকে আপনার অ্যালার্জি হতে পারে কিনা। সেক্ষেত্রে শরীরের যে কোনও স্থানে একটু লাগিয়ে নিয়ে দেখা যেতে পারে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ক্ষতস্থানে ব্যবহার করুন।
advertisement
advertisement
নিমগাছের পাতা ছাল কাণ্ড সবগুলোই ব্যবহার হয়। নিমগাছ বাড়িতে রাখলেও উপকার পাওয়া যায়। অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Benefits of Neem: চামড়ার বিভিন্ন সমস্যা থেকে ব্লাড সুগার! দারুণ উপকারী নিম, বিস্তারিত জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement