রাকেশ মাইতি, হাওড়া: স্বপ্নে মা কালীর দেখা, সেই স্বপ্নাদেশ পেয়েই মা কালীর আরাধনায় মেতেছে মুখোপাধ্যায় পরিবার ৷ শিবপুর ছোট মুখার্জি পাড়ার বাসিন্দা রীনা মুখোপাধ্য়ায় জানান, মা কালী তাঁর কাছেই প্রথম স্বপ্নে আসেন ৷ কিছু দিন কেটে যায়, তার পর আবারও এই পরিবারে রীনাদেবীর পুত্র এবং পুত্রবধূ একই স্বপ্ন দেখেন।
রীনা দেবী স্বপ্নাদেশ পেলেও সে সময় পুজোর ইচ্ছা থাকলেও পরিবারের পক্ষে তা করে ওঠা সম্ভব হয়নি। তার পর করোনা অতিমারির গ্রাসে থমকে যায় সাধারণ জীবনযাত্রা৷ গত বছর সবে করোনা অতিমারি কিছুটা স্থিতিশীল হতে, এই বাড়ির পুত্রবধূ মিতু উদ্যোগী হয়ে প্রতিবেশী আত্মীয়দের সঙ্গে নিয়ে গত বছর প্রথম বর্ষে মা কালীর আরাধানায় মেতে ওঠেন।
আরও পড়ুন : পুণ্যতিথিতে দণ্ডি পাঁচ হাজার পুণ্যার্থীর, সালঙ্কারা বড়মাকে দেখতে ভক্তদের ঢল
প্রতিবেশীদের সঙ্গে নিয়ে সকলে মিলে একত্রিত হয়ে এ বছর দ্বিতীয় বর্ষে মায়ের আরাধনা আরও জাঁকজমকপূর্ণ৷ শিবপুর প্রিয়জনের এই পুজো মহিলা পরিচালিত৷ পাড়া-প্রতিবেশী আত্মীয়স্বজন এই পুজোর কটা দিন একাত্ম হয়ে যায়, মায়ের আগমন থেকে বিসর্জন-এই ক’দিন আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন সকলে ৷ পুজোয় মাকে ভোগ নিবেদন থেকে শুরু করে এক একটি দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন মহিলা পুরুষ উভয়েই ৷
আরও পড়ুন : দীপান্বিতা অমাবস্যায় প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে কালীপুজো বেলুড় মঠে, দেখুন ছবি
এক এক করে বেড়ে চলেছে পুজো এবং তাকে কেন্দ্র করে অনুষ্ঠানও৷ উদ্য়োক্তাদের আশা, আগামী বছর আরও জাঁকজমক হবে প্রিয়জনের এই পুজোয়৷ আগামী দিনে আরও সাড়ম্বরে মায়ের আরাধনায় ব্রতী হতে চান শিবপুর প্রিয়জনের সদস্যরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diwali 2022, Howrah, Kali Puja 2022