Howrah News:'স্বপ্নাদেশে'ই মা কালীর পুজোর সূচনা হাওড়া শিবপুরের ছোট মুখার্জি পাড়ায়

Last Updated:

Howrah Kali Puja 2022: স্বপ্নে মা কালীর দেখা, সেই স্বপ্নদেশ পেয়েই মা কালীর আরাধনায় মেতেছে মুখার্জি পরিবার, শিবপুর ছোট মুখার্জী পাড়ার বাসিন্দা রিনা মুখার্জী, তারপর পরিবারের একাধিক সদস্যের স্বপ্নে মায়ের দেখা, স্বপ্ন দেখেই মা কালীর পুজোর সূচনা এ বছর দ্বিতীয় বর্ষে

+
স্বপ্নাদেশেই

স্বপ্নাদেশেই মা কালীর পুজোর সূচনা

রাকেশ মাইতি, হাওড়া: স্বপ্নে মা কালীর দেখা, সেই স্বপ্নাদেশ পেয়েই মা কালীর আরাধনায় মেতেছে মুখোপাধ্যায় পরিবার ৷ শিবপুর ছোট মুখার্জি পাড়ার বাসিন্দা রীনা মুখোপাধ্য়ায় জানান, মা কালী তাঁর কাছেই প্রথম স্বপ্নে আসেন ৷ কিছু দিন কেটে যায়, তার পর আবারও এই পরিবারে রীনাদেবীর পুত্র এবং পুত্রবধূ একই স্বপ্ন দেখেন।
রীনা দেবী স্বপ্নাদেশ পেলেও সে সময় পুজোর ইচ্ছা থাকলেও পরিবারের পক্ষে তা করে ওঠা সম্ভব হয়নি। তার পর করোনা অতিমারির গ্রাসে থমকে যায় সাধারণ জীবনযাত্রা৷ গত বছর সবে করোনা অতিমারি কিছুটা স্থিতিশীল হতে, এই বাড়ির পুত্রবধূ মিতু উদ্যোগী হয়ে প্রতিবেশী আত্মীয়দের সঙ্গে নিয়ে গত বছর প্রথম বর্ষে মা কালীর আরাধানায় মেতে ওঠেন।
advertisement
আরও পড়ুন :  পুণ্যতিথিতে দণ্ডি পাঁচ হাজার পুণ্যার্থীর, সালঙ্কারা বড়মাকে দেখতে ভক্তদের ঢল
প্রতিবেশীদের সঙ্গে নিয়ে সকলে মিলে একত্রিত হয়ে এ বছর দ্বিতীয় বর্ষে মায়ের আরাধনা আরও জাঁকজমকপূর্ণ৷  শিবপুর প্রিয়জনের এই পুজো মহিলা পরিচালিত৷ পাড়া-প্রতিবেশী আত্মীয়স্বজন এই পুজোর কটা দিন একাত্ম হয়ে যায়, মায়ের আগমন থেকে বিসর্জন-এই ক’দিন আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন সকলে ৷ পুজোয় মাকে ভোগ নিবেদন থেকে শুরু করে এক একটি দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন মহিলা পুরুষ উভয়েই ৷
advertisement
advertisement
আরও পড়ুন : দীপান্বিতা অমাবস্যায় প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে কালীপুজো বেলুড় মঠে, দেখুন ছবি
এক এক করে বেড়ে চলেছে পুজো এবং  তাকে কেন্দ্র করে অনুষ্ঠানও৷ উদ্য়োক্তাদের আশা, আগামী বছর আরও জাঁকজমক হবে প্রিয়জনের এই পুজোয়৷  আগামী দিনে আরও সাড়ম্বরে মায়ের আরাধনায় ব্রতী হতে চান শিবপুর প্রিয়জনের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News:'স্বপ্নাদেশে'ই মা কালীর পুজোর সূচনা হাওড়া শিবপুরের ছোট মুখার্জি পাড়ায়
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement