Howrah News: রাতভর মুখে জাল আটকে পড়ে, ১৪ ঘণ্টা পর উদ্ধার হল গোসাপ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দীর্ঘ ১৪ ঘণ্টা জালে আটকে পড়েছিল গোসাপ, অবশেষে পরিবেশ প্রেমীদের চেষ্টায় উদ্ধার হল সে
হাওড়া: টানা ১৪ ঘন্টা জালে আটকে ছিল। অবশেষে পরিবেশ প্রেমীদের তৎপরতায় প্রাণ বাঁচল গোসাপের। ফিরল মৃত্যুর মুখ থেকে। হাওড়ার শ্যামপুরের ঘটনা।
আরও পড়ুন: বর্ষায় এলেই হারিয়ে যায় সেতু!
কোনভাবে গোসাপটি একটি জালে জড়িয়ে পড়ে। সেইভাবেই সারারাত পড়েছিল। স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। ঘটনাটি হাওড়ার শ্যামপুর-২ ব্লকের সুলতানপুর গ্রামের। দীর্ঘক্ষণ জালে আটকে থাকায় গোসাপটি আসতে আসতে ঝিমিয়ে পড়ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তার করুণ অবস্থা দেখে এলাকার সায়ন ও শুভময় নামে দুই যুবক এগিয়ে আসেন। তাঁরা অনেক চেষ্টা করেও গোসাপটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। এরপর ওই দুই যুবক যোগাযোগ করেন ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্য অভিক মাইতির সঙ্গে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
advertisement
advertisement
এরপর গোসাপটিকে মুক্ত করার অভিযান শুরু করেন পরিবেশকর্মীরা। কিছুক্ষণ চেষ্টার পর তাঁরা গোসাপটিকে জাল থেকে মুক্ত করতে সক্ষম হন। এরপর তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারপর ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। এই প্রসঙ্গে পরিবেশকর্মী অভিক মাইতি বলেন, গোসাপ ১৯৭২ সালে ভারতীয় বন্যপ্রাণ আইন অনুযায়ী সিডিউল-১ অন্তর্ভুক্ত প্রাণী। এদের হত্যা করা, ধরা, পোষা, বন্দি করা, কেনাবেচা করা, খাওয়া বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। গোসাপ পরিবেশের উপকারী প্রাণী। তবু অনেক সময় এদের হত্যা করা হয়। এই বিষয়ে মানুষকে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 10:24 PM IST