Jalpaiguri News: বর্ষায় এলেই হারিয়ে যায় সেতু!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বর্ষাকাল এলেই ধুপগুড়ির খুকলুং বস্তি যাওয়ার এই গুরুত্বপূর্ণ সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়
জলপাইগুড়ি: প্রতিবছর বর্ষা এলেই হারিয়ে যায় আস্ত সেতু! এমনই অবস্থা ধুপগুড়ির ঝাড়আলতা এলাকায়। ফলে প্রবল সমস্যায় পড়েন এলাকার মানুষ। এবারেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে।
ক্রমাগত বৃষ্টির জেরে জলের তোড়ে কার্যত ভেসে গিয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঝাড়আলতা-২ পঞ্চায়েতের এই সেতু। খুকলুং বস্তি যাওয়ার জন্য নোনাই নদীর উপর সেতুর অ্যাপ্রোচ রোড ভেঙে গিয়েছে। বেহাল দশা সেই পথের। সেতুর পাশে রাস্তার অংশ থেকে মাটি ধসে চলে গিয়েছে। একপাশ দিয়ে সেতুতে ওঠা গেলেও অপর পাশে রাস্তায় নামার কোনও উপায় নেই। এর ফলে খুকলুং বনবস্তির বাসিন্দারা এই সেতুর উপর দিয়ে যাতায়াত করতে পারছেন না। তাঁদের ঘুরপথে গয়েরকাটা হয়ে চলাচল করতে হচ্ছে।
advertisement
advertisement
এই ঘটনায় ব্যহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।এলাকার সদ্য ‘নির্বাচিত’ পঞ্চায়েত সদস্য রবি রাভা বলেন, এই এলাকায় প্রতি বছর বর্ষাকালে এমন সমস্যা হয়। বার বার প্রশাসনকে জানানোর পরও কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে এলাকার মানুষ দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 10:01 PM IST