Howrah News: মোবাইল ভ্যানের ধাক্কা গাড়িতে, মৃত ১ ঠিকা কর্মী

Last Updated:

ঘটনায় বেশ কয়েকজন ঠিকাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় প্রাণ গেল ১ জন ঠিকা কর্মীর।

#হাওড়া: আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ গেল ১ জনের। বিদ্যুৎ বন্টন কোম্পানির মোবাইল ভ্যানে গাড়ির ধাক্কা, প্রাণ গেল ঠিকাকর্মীর, গুরুতর আহত আরও এক, বাগানানে বিদ্যুৎ বন্টন কোম্পানির মোবাইল ভ্যানে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ঠিকাকর্মীর। জানা গেছে, মৃতের নাম পীযূষ খাঁড়া(৪৮)। মৃত পীযূষ বাগনান থানার জোকা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই বুধবার কাজে বেরিয়েছিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানির একটি মোবাইল ভ্যান।
আরও পড়ুন Train Time: সিউড়ি থেকে অন্ডাল বিশেষ ট্রেন, দেখে নিন সময়সূচী
মোবাইল ভ্যানটিতে বেশ কয়েকজন কর্মী ছিলেন। বাগনান থানার দেউলটির কাছে ১৬ নং জাতীয় সড়কের কোলকাতামুখী লেনের উপর মোবাইল ভ্যানটি দাঁড়িয়েছিল। পুজোর বিদ্যুৎ পরিশেবা সচল ও কোনভাবে বিদ্যুৎ পরিষেবা দিতে ত্রুটি না হয়, সেই দিক গুরুত্ব রেখেই প্রতিবছর পূজোর বেশ কিছু দিন আগে থেকে দারুন চাপ থাকে বিদ্যুৎ কর্মীদের। বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় বিদ্যুতের সার্ভিস লাইনে গাছ কাটার কাজ শুরু হয় পুজোর বেশ কিছদিন আগে থেকে। বুধবার গাছ কেটে ঠিকাকর্মীরা বিশ্রাম নিচ্ছিলেন। অন্য একটি জায়গায় যাওয়ার নির্দেশ এলে কর্মীরা গাড়িতে উঠতে যান। অভিযোগ, সেই সময় পিছন থেকে এসে মোবাইল ভ্যানটিতে একটি প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে।
advertisement
আরও পড়ুন Birbhum News : সোনাঝুরিতে তৈরি হচ্ছে রিসর্ট, বেনিয়মের অভিযোগ
ঘটনায় বেশ কয়েকজন ঠিকাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পীযূষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে উলুবেড়িয়া হাসপাতাল ও পরে কোলকাতায় স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার ভোররাতে কোলকাতাতেই মারা যান পীযূষ খাঁড়া। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মোবাইল ভ্যানের ধাক্কা গাড়িতে, মৃত ১ ঠিকা কর্মী
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement