Howrah News: রবিবার হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে দেখে নিন শীঘ্র
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়া-বর্ধমান মেন লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ২৮টি লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল।
হাওড়া : রবিবার হাওড়া ডিভিশনে একগুচ্ছ বাতিল ট্রেন করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ইয়ার্ড এবং লিলুয়া স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা। সেই পরিস্থিতিতে সেদিন হাওড়া-বর্ধমান মেন লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ২৮টি লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। সেটার পুরো তালিকা দেখে নিন।
মেইন লাইন বর্ধমান থেকে- 37812, 37818, 37820
advertisement
হাওড়া থেকে- 37211, 37213, 37215, 37217, 37219, 37811, 37817, 37819, 37303, 37307, 37309, 37311
ব্যান্ডেল থেকে- 37212, 37214, 37216, 37218, 37220সিঙ্গুর থেকে 37304
হরিপাল থেকে- 37308
তারকেশ্বর থেকে- ট্রেন 37312, 37314
কর্ড লাইন বর্ধমান থেকে- 36812
গুরাপ থেকে: 36072হাওড়া থেকে 36811, 36071 বাতিল থাকবে বলে জানান হয়েছে রেলের তরফে।
advertisement
দুর্ঘটনা মুক্ত যাত্রী পরিষেবা বজায় রাখতে রেলের তরফ থেকে নির্দিষ্ট সময় অন্তর মেরামতি কাজ চলে। সেদিকটা ভেবেই এমন সিদ্ধান্ত রেলের।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2024 4:05 PM IST