Unlimited Biriyani: ‌যত খুশি খান, মাত্র ৭০ টাকায় 'আনলিমিটেড' বিরিয়ানি, জেনে নিন ঠিকানা

Last Updated:

৭০ টাকার আনলিমিটেড বিরিয়ানিতে থাকছে এক পিস মুরগির মাংস, আলু

+
মাত্র

মাত্র ৭০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি

হাওড়া: মাত্র ৭০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। পুজোর মরশুম মানে আড্ডা, গান, হই-হুল্লোরে মেতে থাকা। সেই সঙ্গে রয়েছে জমিয়ে খাওয়া-দাওয়া। পুজোর আমেজ রয়েছে জেলার সর্বত্র।
রাত পোহালেই লক্ষ্মীপুজো। এরপর কালীপুজো,তারপরে জগদ্ধাত্রী পুজো। প্রায় এক মাস পুজোর আনন্দের রেশ। এই সময় জেলার মানুষের কাছে আকর্ষণ থাকে বাড়ির খাবার ছেড়ে বাইরের খাবারে। সেই দিক থেকে বিরিয়ানি লাভারদের জন্য সুখবর। বলা যেতে পারে সুবর্ণ সুযোগ। আসলে এমন অনেকেই রয়েছেন, যাঁরা অন্য খাবার পরিমাণে কম খেলেও বিরিয়ানি বেশ গুছিয়ে খেতে পারেন। অনেকেই আবার এক প্লেটে সন্তুষ্ট নন। তাদেরকে আসতেই হবে হাওড়ার আমতা গুজারপুরের ‘ টুলু মোমো’-তে। এই দোকানে শুরু হয়েছে বিরিয়ানিতে অবিশ্বাস্যকর অফার। মাত্র ৭০ টাকার বিনিময়ে পেট ভরে বিরিয়ানি। ৭০ টাকার আনলিমিটেড বিরিয়ানিতে থাকছে এক পিস মুরগির মাংস, আলু। আর সেই সঙ্গে বসে একজন ক্রেতা যত খুশি বিরিয়ানি খেতে পারে। এখানেই শেষ নয়, এই দোকানে খরিদ্দারদের জন্য পুজোর স্পেশাল অফার রয়েছে। চার প্লেট সমান বিরিয়ানি খেতে পারলেই পুরস্কার।
advertisement
ইতিমধ্যেই এই অফার জিতেছে এক ক্রেতা। বিক্রেতা সঞ্জু কাঁড়ার জানান, ” দীর্ঘদিন ৫০ টাকার বিরিয়ানি বিক্রি করেছি। এবার ৭০ টাকায় এক প্লেট বিরিয়ানি। সেই সঙ্গে বসে আনলিমিটেড রাইস নিতে পারবেন ক্রেতা। পুজোয় এই অফার দারুণ ভাবে মানুষ গ্রহণ করেছে। অষ্টমীর দিন এক ক্রেতা চার প্লেট বিরিয়ানি খেয়ে স্মার্টওয়াচ জিতেছেন। ৭০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি এমন অফার গোটা জেলায় অমিল প্রায়। দারুণ সারা ফেলেছে এই ৭০ টাকার আনলিমিটেড বিরিয়ানি।”
advertisement
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Unlimited Biriyani: ‌যত খুশি খান, মাত্র ৭০ টাকায় 'আনলিমিটেড' বিরিয়ানি, জেনে নিন ঠিকানা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement