Howrah News: এশিয়ান গেমসে নিরাশার পর ফের ওয়েট-লিফটিংয়ে দেউলপুরের সুনাম, জাতীয় স্তরে পদক জিতলেন শ্রাবণী

Last Updated:

Howrah News: আবারও ওয়েটলিফটিং এ দেউলপুর গ্রামে জাতীয় পদক, চলতি বছরে আন্তর্জাতিক কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয়ের পর আবার সফলতা শ্রাবণীর, এবার জাতীয় স্তরে রুপো জয়৷

আন্তর্জাতিক কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয়ের পর আবার সাফল্য পেলেন শ্রাবণী
আন্তর্জাতিক কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয়ের পর আবার সাফল্য পেলেন শ্রাবণী
হাওড়া: আবারও ওয়েটলিফটিং এ দেউলপুর গ্রামে জাতীয় পদক, চলতি বছরে আন্তর্জাতিক কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয়ের পর আবার সাফল্য পেলেন শ্রাবণী। বর্তমানে ওয়েট লিফটিং মানেই হাওড়ার দেউলপুর গ্রাম। যে গ্রাম থেকে ওয়েট লিফটিং এ একের পর এক সফলতা। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। কয়েক বছরে দারুণভাবে সফলতা অর্জন করছে।
প্রত্যন্ত দেউলপুর ও তার পার্শ্ববর্তী গ্রাম থেকে উঠে আসা অচিন্ত্য শিউলি, শ্রাবণী দাস, কোয়েল বরের মত নক্ষত্ররা। কমনওয়েলথে সোনা জয়ের পর এশিয়ান গেমসে শোনা আসবে অচিন্ত্যর হাত ধরে। এমনটাই আশা করেছিল দেশের মানুষ। তবে শেষ সময় চোটের জন্য এশিয়ান গেমসের সিলেকশন থেকে বাদ পড়ে অচিন্ত্য শিউলি। এই খবর শুনে দেশের পাশাপাশি অচিন্ত্য’র গ্রাম দেউলপুরের মানুষকে নিরাশ হয়ে থাকতে হয়েছে। তবে চলতি বছরে কোয়েল বর এবং শ্রাবণী দাসের জোড়া সাফল্যে গর্বিত হয়েছে এই বাংলা।
advertisement
advertisement
এর কয়েক মাস কাটতে না কাটতেই আবারও জাতীয় স্তরে সফলতা শ্রাবণী দাস এর হাত ধরে। শ্রাবণী স্নেচে ৮১ কেজি এবং জারকে ১০৬ কেজি ওজন তুলে ৫৫ কেজি বিভাগে রূপো। এই প্রতিযোতায় প্রথম স্থান অধিকার করে মনিপুরের রানীবালা দেবী। এই সফলতা গ্রামের সাধারণ মানুষ ভীষণভাবে খুশি। তার পাশাপাশি আগামীর নক্ষত্ররা দারুন ভাবে উৎসাহিত।
advertisement
হাওড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থান পাঁচলা ব্লকের অন্তর্গত দেউলপুর গ্রাম। পরিবারের অর্থনৈতিক সংকট তবুও গ্রামের ছেলেমেয়েরা দেশের হয়ে পদক জয় করতে লড়াই চালিয়ে যাচ্ছে অনবরত। গ্রামে বেশ কিছু প্রবীণ খেলোয়াড় রয়েছে। তারাই হল আসল কারিগর যারা নেপথ্যে থেকে অচিন্ত্য শ্রাবণী কোয়েলদের মতো রত্ন তৈরিতে সহযোগিতা করছেন। অচিন্ত্য শ্রাবণীদের দেখে নতুন করে আরও বেশি উৎসাহিত হচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এশিয়ান গেমসে নিরাশার পর ফের ওয়েট-লিফটিংয়ে দেউলপুরের সুনাম, জাতীয় স্তরে পদক জিতলেন শ্রাবণী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement