Howrah News: আবারও ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, গুরুতর আহত ১
- Published by:Debalina Datta
Last Updated:
অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি জাতীয় সড়ক থেকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করে দেয় পুলিশ। দুমড়ে মুচড়ে পড়া গাড়িতে আটকে থাকা খালাসির মৃতদেহ উদ্ধার করার জন্য ক্রেনের মাধ্যমে নিবরা ট্রাফিক গার্ড অফিসে নিয়ে যাওয়া হয়।
#হাওড়া: আবারও জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, গুরুতর আহত ১। নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকের পিছনে ধাক্কা ছোট মাল বোঝাই গাড়ির। চালক সহ ৩ জন ছিল ওই গাড়িতে। জানা গেছে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট মাল বোঝাই গাড়ির ২ জন খালাসি, গুরুতর আহত ওই গাড়ির চালক। মাল বোঝাই ছোট গাড়িটি জাতীয় সড়ক হয়ে ডানকুনি যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে, এরপরেই ট্রাকটি পালিয়ে যায়৷
দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল ৬ টা নাগাদ, ১৬ নম্বর জাতীয় সড়কের পাকুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। কোনা এক্সপ্রেসওয়ে থেকে পাকুরিয়া ব্রিজ কয়েক কিলোমিটার পথে কিছুদিনের মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটছে। এর আগে ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং টপকে ব্রিজের নিচে পড়ে মৃত্যু একটি বাইকে থাকা দুই আরোহীর, পরে প্রাইভেট কার পরপর বাইকে ধাক্কা মারে, বাইক আরোহীকে ট্রাকে পিষে দেওয়ার ঘটনার পর এবার মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু ২ খালাসির।
advertisement
advertisement
আরও পড়ুন - Artemis Mission 1: কয়েক ঘণ্টার অপেক্ষা, আর্টেমিস ১ মিশনের চন্দ্র যাত্রা শুরু, উৎক্ষেপণ আজকে
advertisement
সোমবার সকালে দুর্ঘটনা স্থলে ট্রাফিক গার্ড ও ডোমজুড় থানার পুলিশ পৌঁছে উদ্ধারকার্য চালায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহত চালককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীন হাসপাতালে।
অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি জাতীয় সড়ক থেকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করে দেয় পুলিশ। দুমড়ে মুচড়ে পড়া গাড়িতে আটকে থাকা খালাসির মৃতদেহ উদ্ধার করার জন্য ক্রেনের মাধ্যমে নিবরা ট্রাফিক গার্ড অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্যাস কাটারের সাহায্যে গাড়ির অংশ কেটে দেহ গুলি উদ্ধার করে। কিভাবে দুর্ঘটনা ঘটল ঘটনার তদন্তে থানার পুলিশ।
advertisement
RAKESH MAITY
view commentsLocation :
First Published :
August 29, 2022 11:14 AM IST

