Rohit Sharma on Hardik Pandya: দরাজ সার্টিফিকেট অধিনায়কের, ‘‘ও একদম বদলে গেছে’’ হার্দিককে আর যা বললেন

Last Updated:

‘‘ও এখন অনেক শান্ত এই বিষয়টা বলতে চাই৷ তা সেটা ব্যাটে হক বা বলে৷’’

Rohit Sharma praised Hardik PandyaRohit Sharma praised Hardik Pandya
Rohit Sharma praised Hardik PandyaRohit Sharma praised Hardik Pandya
#দুবাই: ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপের  (Asia Cup-2022)  হাইভোল্টেজ ম্যাচে রবিবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের  (India vs Pakistan) বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে৷ দুবাইতে খেলা ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কামাল পারফরম্যান্স করেছেন৷ আর জয়ে গুরুত্বপূর্ণ যোগদান করেছেন৷ রোহিত শর্মার অধিনায়কত্বে এভাবে এশিয়া কাপ ২০২২ এ জয় দিয়ে অভিযান শুরু করল টিম ইন্ডিয়া৷ এদিকে প্রথম ম্যাচে জয়ের পর হার্দিক পান্ডিয়ার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মা৷
বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান টসে হেরে প্রথমে ব্যাট করে ১৪৭ রান করে৷ ভারতীয় দল ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ম্যান অফ দ্য ম্যাচ হন হার্দিক পান্ডিয়া৷ তিনি অপরাজিত ৩৩ রান করেন৷ তিনি মহম্মদ নওয়াজেক শেষ ওভারে ছক্কা হাঁকান পাশাপাশি বল হাতে তিন উইকেটও নেন৷ পেসার ভুবনেশ্বর কুমারও ৪ উইকেট নেন৷
advertisement
advertisement
৩৫ বছরের রোহিত শর্মা জয়ের পর বলেছেন, ‘‘লক্ষ্য তাড়া করার সময় অর্ধেক সময় অবধি জানা ছিল যেকোনও পরিস্থিতিতে ম্যাচ জিততে পারব৷ আমার বিশ্বাস ছিল আর যখন আপনাদের কাছে বিশ্বাস থাকে তখন সেই জিনিসটা হতে পারে৷ সহ খেলোয়াড়দের এই বিষয়ে পরিষ্কার দৃষ্টিকোণ দেওয়া থাকলে তাঁরা নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘এটা একটা চ্যালেঞ্জিং মোকাবিলা ছিল৷ ওঁরা (ভারতের পেসাররা) গত বছর অনেক লম্বা সফর পার করেছে৷ তাঁরা আলাদা আলাদা পরিস্থিতিতে নিজেদের তৈরি করে নিয়েছে৷’’
ভারতের অধিনায়ক বলেন, ‘‘যখন থেকে ও (হার্দিক) ফিরেছে তখন থেকে ও শানদার পারফরম্যান্স করছে৷ যখন ও দলের অংশ ছিল না তখন ও ভেবেছিল শরীর ও ফিটনেসকে আরও ভাল করা প্রয়োজন৷ যাতে ও ১৪০ -র চেয়ে অধিক গতিতে বল করতে পারে৷ ওঁর ব্যাটিংয়ের মান তো আমরা জানি৷ তাঁর ফিরে আসার পর থেকেই সেটা শানদার৷ ও এখন অনেক শান্ত এই বিষয়টা বলতে চাই৷ তা সেটা ব্যাটে হক বা বলে৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘ও (হার্দিক) আজ বোলিংয়ের সময় কামাল করেছিলেন, শর্ট বলের সঙ্গে , আমরা দেখেছি৷ এটা সবসময়েই ওঁর ম্যাচকে বোঝার বিষয়ে ছিল৷ ও এখন লাগাতার ভাল পারফর্ম করছে৷ ১০ রান প্রতি ওভারে দরকার ছিল৷ চাপের পিছু করতে গিয়ে আপনি ঘাবড়ে যেতে পারতেন কিন্তু ওঁকে কখনও এরকম মনে হয়নি৷’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma on Hardik Pandya: দরাজ সার্টিফিকেট অধিনায়কের, ‘‘ও একদম বদলে গেছে’’ হার্দিককে আর যা বললেন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement