Kali Puja Special Train: ভ্রমন প্রিয় বাঙালির সিমলা, কাশ্মীর যাত্রা সহজ করতে কালীপুজোর আগে হাওড়া থেকে স্পেশাল ট্রেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
কালীপুজোর আগে হাওড়া থেকে স্পেশাল ট্রেন ছাড়া হচ্ছে গন্তব্য দিল্লি
হাওড়া: দুর্গাপুজোর পর বাঙালির দ্বিতীয় বড় উৎসব কালীপুজো। ঠিক একই সময়ে গোটা উত্তর ভারতজুড়ে দেওয়ালি উদযাপিত হবে। ফলে স্কুল-কলেজ, অফিস-কাছারি ওই সময়টা বন্ধ থাকবে। তাছাড়া এই বছর রাজ্য সরকার যেভাবে ছুটির ক্যালেন্ডার তৈরি করেছে তাতে কালীপুজোর সময় টানা ৯-১০ দিনের ছুটি পেতে চলেছেন অনেকেই। ফলে শীত পড়ার মুখে অনেকেই ঘুরতে যেতে চাইবেন। বিশেষ করে ওই সময়টা উত্তর ভারতে ঘুরতে যাওয়ার ঢল নামবে বলে মনে করা হচ্ছে। আর তাই ভ্রমন প্রিয় বাঙালির কথা ভেবে কালীপুজোর আগে হাওড়া-দিল্লি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষনা করল পূর্ব রেল।
০৩০০৭ হাওড়া–দিল্লি ওয়ান-ওয়ে স্পেশাল ট্রেনটি মঙ্গলবার (৭/১১/২৩) সকাল ০৮:৩৫-এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে। পরের দিন অর্থাৎ বুধবার (৮/১১/২৩) বেলা ১২:০০ টায় দিল্লি পৌঁছবে৷ এই স্পেশাল ট্রেনটি পূর্ব রেলের বর্ধমান স্টেশন হয়ে যাবে। এছাড়াও যাত্রীদের সুবিধার কথা ভেবে আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি-তে স্টপেজ দেবে।
advertisement
advertisement
হাওড়া-দিল্লি এই স্পেশাল ট্রেনে সাধারণ সেকেন্ড ক্লাস ও স্লিপার কোচ থাকবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এই বিশেষ ট্রেনের টিকিট বুকিং পিআরএস (PRS) এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাচ্ছে। মেইল/এক্সপ্রেসের ভাড়া ছাড়াও বিশেষ চার্জ নেওয়া হবে এই স্পেশাল ট্রেনের ক্ষেত্রে। রেয়াতি বুকিং অনুমোদিত নয়। তৎকাল কোটায় টিকিটও পাওয়া যাবে না বলে খবর।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 1:03 PM IST