Howrah News: মেলেনি আবাস যোজনার ঘর! মাথা ঢাকতে ভাঙা ছাউনির উপর ভরসা পলিথিন

Last Updated:

আমফানে ক্ষতবিক্ষত টালির ছাউনি। বৃষ্টি রুখতে মাথা ঢাকতে পরিবারের ভরসা পলিথিন। বহুবার পঞ্চায়েত অফিস ঘুরে হতে হয়েছে নিরাশ ৷ দুয়ারে সরকার শিবিরে গিয়েও মেলেনি সুরাহা, জোটেনি আবাস যোজনার বাড়ি।

ভাঙা ছাউনিতে বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন ভরসা
ভাঙা ছাউনিতে বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন ভরসা
হাওড়া: আমফানে ক্ষতবিক্ষত টালির ছাউনি, বৃষ্টি রুখতে, মাথা ঢাকতে পরিবারের ভরসা পলিথিন। বহুদিন আগের তৈরি দুই কক্ষ বিশিষ্ট বাড়ি ৷ একদিকে কাঁচা মাটির গাঁথনী ইটের দেওয়াল, অন্য দিকে কাদা ধরানো ছিটেবেড়া, তার উপর মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে টালির ছাউনি। এখন বর্ষা এলেই নিয়ম করে সেই ভাঙা টালির ছাউনিতে পলিথিন ঢাকা দিতে হয় তাদের। সেই ভাঙা বাড়িতেই বছরের পর বছর বসবাস হাওড়া দক্ষিণ সাঁকরাইল কামপুরের মফিজুল শেখের পরিবারের।
মফিজুলের দুই কন্যা ও এক সন্তান এবং স্ত্রী-সহ পাঁচ সদস্যের পরিবার। রোদ, ঝড়-বৃষ্টিতে তাদের মাথা গোঁজার ঠাঁই একমাত্র এই বাড়ি। বহুবার আবাস যোজনার ঘর পেতে আবেদন জানানো হয়েছে, তবে আজও মেলেনি। বারবার পঞ্চায়েত অফিসের দ্বারস্থ হয়েও নিরাশ হতে হয়েছে তাকে, এমনটাই অভিযোগ মফিজুলের।
advertisement
advertisement
আমফান, ইয়াস এর মতো ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে, তার বাঁশের কাঠামোর টালির ছাউনির বাড়িতে রয়ে গেছে ক্ষত। মফিজুল জানায়, ‘‘আমফান ঝড়ে ভেঙে যায় বাড়ির ছাউনি। সরকারি ক্ষতিপূরণ পেতে আবেদন জানিয়েছিলাম মিলেনি ক্ষতিপূরণ, আবারও দ্বিতীয়বার আবেদন জানালাম আশা করেছিলাম হয়তো এবার ক্ষতিপূরণ পাবো, সেই টাকায় ভেঙে যাওয়া বাঁশের কাঠামোটা মেরামত করব। কিন্তু সেবারেও মিলল না কিছু। একটা ত্রিপল পর্যন্ত পাওয়া গেল না।’’
advertisement
এখন বৃষ্টি আসার আগেই মফিজুলকে দেখে নিতে হয় তার বাড়ির ভাঙা কাঠামোয় পলিথিন ঠিক রয়েছে কিনা! নিয়মিত বাড়ির টালির চালে উঠে পলিথিন বিছোতে হয় তাকে, না হলে যে ভেসে যায় সর্বস্ব, এভাবেই কাটছে দিন। বারবার পঞ্চায়েত অফিসে গিয়ে নিরাশ হতে হয়েছে, দুয়ারে সরকার শিবিরে আবেদন করেও আজও মেলেনি সুরাহা, পেশায় একজন দিনমজুর মফিজুলের কোনওরকমে চলে সংসার, এমতবস্থায় অসহায় ভাবে দিন কাটাচ্ছে মফিজুল শেখ ও তার পরিবার। কবে মিলবে সুরাহা সেই আশাতেই মুখ চেয়ে রয়েছে মফিজুল ও তার পরিবার।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মেলেনি আবাস যোজনার ঘর! মাথা ঢাকতে ভাঙা ছাউনির উপর ভরসা পলিথিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement