Howrah News: আদা কেনা নিয়ে মাথা ফাটাফাটি এবার বন্ধ করুন, মাত্র ৫০ গ্রাম আদা কিনে বাড়িতেই কিলো কিলো আদা পান

Last Updated:

Howrah News: আদার দাম আগুন! বাড়িতেই লাগিয়ে ফেলুন এই পদ্ধতিতে আদা! আর কিনতে হবেনা!

+
title=

হাওড়া: আদার চড়া মূল্যের বাজারে আদা কিনতে হাতে না লাগলেও পকেটে ছেঁকা লাগছে। তবে এবার বাড়িতেই মিলবে বস্তা বস্তা আদা। মাত্র ৫০ গ্রাম আদা থেকে পাওয়া যেতে পারে দেড় কেজি থেকে এক কেজি ছ’ শো গ্রাম পর্যন্ত আদা। এর থেকেও বেশি আশ্চর্যজনক ব্যাপার হল জমি ছাড়া আদার চাষ। এই চাষে আলাদা করে খরচের বালাই নেই।
হাওড়ার পান্নালাল বাবু, গত বছর দশটি প্যাকেটে আদা চাষ করে পনের কেজি আদা পেয়েছেন। বাড়ির আনাচে কানাচে অথবা ছাদ এর উপর এই প্যাকেট রেখে কয়েক মাসের মধ্যেই প্রচুর আদা পাওয়া যেতে পারে। এক একটি প্যাকেট থেকে দেড় কেজি পরিমাণ আদা মিলবে এই সহজ ভাবে চাষ করে।
advertisement
advertisement
হাওড়া জগৎবল্লভপুর এর পান্নালাল সাঁতরা, যিনি গতবছর দশটি প্যাকেটে পরীক্ষামূলক ভাবে আদা চাষ শুরু করেছিলেন। তিন দিনের একটি প্রশিক্ষণ নিয়েই বাজিমাত। এই চাষে মূল বিষয় মাটি তৈরি এবং গাছ রক্ষণাবেক্ষণ। গত বছর পরীক্ষামূলক চাষে তিনি সফল। এবার তিনি একটু বেশি পরিমাণ বস্তা নিয়ে। প্রায় ৩৫ টি বস্তায় আদা লাগিয়েছেন।
advertisement
তিনি নিশ্চিত আশা করছেন প্রতিটি বস্তায় দেড় কেজি থেকে এক কেজি ছ ‘ শো গ্রাম পর্যন্ত আদা পাবেন। এই চড়া মূল্যের বাজারে আদা চাষেই দেখছেন আশার আলো। আগামী বছর ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে আদার চাষ করবেন বলে তিনি জানিয়েছেন। এই আদা চাষে উল্লেখযোগ্য বিষয় হলো কোনও রকম জমি ছাড়াই চাষ। বাড়ির আনাচ কানাচ, উঠান, ছাদে অথবা বাগানে বড় গাছের নিচে সহজেই আদার চাষ। কয়েকটি বস্তা লাগিয়ে সারা বছর আদা কেনা থেকে বিরত থাকা যেতে পারে। এই অভিনব পন্থার চাষ বেশ লাভজনক, এভাবে চাষ খুলে দিতে পারে অর্থনৈতিক দিক।
advertisement
চাষের প্রক্রিয়া
প্লাস্টিকের প্যাকেট বা বস্তার অর্ধেক পরিমাণ মাটি।
মাটির ২৫ শতাংশ বালি।
পরিমান মত জৈব সার।
সপ্তাহে একদিন থেকে দুদিন অন্তর পরিচর্যা।
এক একটি প্যাকেট বা বস্তায় ৫০ গ্রাম থেকে ৬০ গ্রাম আদা লাগান।
আদা চাষ শুরু করতে পারেন মে-জুন মাস।
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আদা কেনা নিয়ে মাথা ফাটাফাটি এবার বন্ধ করুন, মাত্র ৫০ গ্রাম আদা কিনে বাড়িতেই কিলো কিলো আদা পান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement