Bollywood Gossip: ৩৭ -র আদিত্যের গলাতেই কি মালা দিচ্ছেন ২৪-র অনন্যা, বিয়ে নিয়ে মুখ খুললেন সুন্দরী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: 'লাইগার' অভিনেত্রী জানিয়েছে তিনি এখনই বিয়ের জন্য প্রস্তুত নন। তাঁর মতে বিয়ের জন্য এখনও তাঁর বয়স খুবই কম৷
মুম্বই: বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে এবং এই মুহূর্তে বলিউডের সেক্সি-সুন্দরী অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুরের ডেটিং গুজব একেবারে শিরোনাম ছিনিয়ে নিচ্ছে। তবে না অনন্যা না আদিত্য কেউই এখনও আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের বিষয় নিয়ে কোনও মুখ খোলেননি৷ তাঁদের ফ্যানরা কিন্তু নিশ্চিত যে দুজনের মধ্যে প্রেমের বিষয়টা জমে দই৷ ডেটিংয়ের গুজবের মধ্যে, অভিনেত্রী তাঁর বিয়ের পরিকল্পনার নিয়ে মুখ খুলেছেন৷
advertisement
অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুরের ডেটিং গুজব ছড়িয়ে পড়ে বেশ কিছুদিন আগেই৷ গত বছর কৃতী স্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবি দেখে যে সন্দেহ উঁকি দিচ্ছিল তা আরও বেশি গুঞ্জনের আকার ধারণ করে রণবীর কাপুরের সৌজন্যে৷ তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর বন্ধু একটি মেয়ের প্রেমে পড়েছে যাঁর নামের অক্ষর A দিয়ে শুরু হয়েছে। ফলে গসিপ আরও চারগুণ ছড়িয়ে পড়তে শুরু করে৷
advertisement
advertisement
advertisement
অনন্যার বয়স মাত্র ২৪, এবং আদিত্য রায় কাপুরের বয়স ৩৭৷ সম্প্রতি অনন্যার মা ভাবনা তার মেয়ের সম্পর্কের বিষয়ে জানিয়েছেন অনন্যা অবিবাহিত। তাঁর দাবি অনন্যা যে কাজ করেন তাতে এই ধরণের লিঙ্ক আপের ঘটনা সবসময়েই সামনে আসতে থাকে। এটা কোনও ব্যাপার না. এটা যেন একজন অভিনেতার জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং এই দুনিয়ায় কাজের জন্য সেই দুনিয়ার ভালো বা খারাপ সবকিছুই গ্রহণ করতে হবে।
advertisement