Eiffel Tower: আইফেল টাওয়ার দেখতে আর যেতে হবে না প্যারিস, ঢিল ছোঁড়া দূরত্বেই এবার আইফেল টাওয়ার

Last Updated:

Howrah News: প্যারিসের আইফেল টাওয়ার এখন পাঁচলার শিল্পীর বাড়িতে! দেখতে ভিড় গ্রামবাসীদের

+
title=

হাওড়া: আইফেল টাওয়ার – প্যারিসবাসীর কাছে গর্বের। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের দেখা মিলছে পাঁচলায়। ইতিমধ্যে সেই আইফেল টাওয়ার দেখতে মানুষের আনাগোনা শিল্পীর গ্রামের বাড়িতে। চোখ ধাঁধানো এই আইফেল টাওয়ার নজর কেড়েছে মানুষের।
উচ্চতায় মাত্র তিন ফুট হলেও কারুকার্য কম নয়। শিল্পীর দক্ষতায় বাঁশের সূক্ষ কাঠি দিয়ে তৈরি এই টাওয়ারটি। অসংখ্য ছোট ছোট বাঁশের সূক্ষ্ম টুকরোকে আঠা দিয়ে একটির সঙ্গে আরেকটি লাগিয়ে তৈরি আইফেল টাওয়ার।
advertisement
জানা যাচ্ছে, বাঁশের সৌখিন টুকরোগুলি আঠার সাহায্যে সাজিয়ে হুবহু আইফেল টাওয়ারের মত মডেলটি তৈরি করেছেন শিল্পী গোবিন্দ হাজরা। আস্ত বাঁশকে বিভিন্ন সাইজের কাটিং করে কজের উপযুক্ত করা হয়েছে। শিল্পী জানান, এই শিল্পকর্মটি তৈরি করার জন্য তিন মাস আগে থেকে পরিকল্পনা। কাজ শুরু থেকে প্রায় ২৫ থেকে ২৬ দিনের মধ্যে সম্পূর্ণ টাওয়ারটি তৈরি করা সম্ভব হয়।
advertisement
প্রায় তিন ফুটের টাওয়ারটি তিনটি খন্ডে বিভক্ত। টাওয়ারটি তৈরি করার আগে বাঁশের কাঠি গুলিকে নুন জলে ভিজিয়ে নিতে হয়। যাতে আবহাওয়ার পরিবর্তন হলে কাঠিতে কোনও রকম বাঁক বা পোকার আক্রমণনা ধরে। নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখার পর কাঠি গুলিকে কাজে লাগান। প্রতিটি বাঁশের টুকরো সরু লম্বা এবং গোল আকারের।
advertisement
অসংখ্য টুকরো দিয়ে এই টাওয়ারটি প্রায় তিন ফুট উচ্চতা, ওজন প্রায় দুইশ থেকে আড়াইশো গ্রাম। তৈরিতে খরচ কয়েক হাজার টাকা। শিল্পী গোবিন্দ হাজরা জানান, টাওয়ারটি দেখতে বহু মানুষ আসেন। এই কাজের জন্য বহু প্রশংসাও মেলে। মানুষের ভালোলাগা এবং প্রশংসাতেই তৃপ্ত। একজন শিল্পী হিসাবে, এটাই গর্বের।
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Eiffel Tower: আইফেল টাওয়ার দেখতে আর যেতে হবে না প্যারিস, ঢিল ছোঁড়া দূরত্বেই এবার আইফেল টাওয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement