Chandrayaan-3: শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণ, ভারতের গর্বের দিন

Last Updated:

Chandrayaan-3 Launch: ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন   (ISRO) -র এটি তৃতীয় বড়সড় প্রজেক্ট৷ শুক্রবার দুপুর ২-৩৫ এ উৎক্ষেপনের সময় ...

শ্রীহরিকোটা থেকে চন্দ্রায়ন ৩-র মহাকাশে সফল উৎক্ষেপন - Photo Courtesy- ISRO
শ্রীহরিকোটা থেকে চন্দ্রায়ন ৩-র মহাকাশে সফল উৎক্ষেপন - Photo Courtesy- ISRO
শ্রীহরিকোটা:  ভারতের মহাকাশ বিজ্ঞানে আজ এক দারুণ গর্বের দিন৷ সময়টা ছিল দুপুর ২টা ৩৫এ উৎক্ষেপণ হওয়ার৷  আর সেই সময়েই শ্রীহরিকোটা থেকে চন্দ্রায়ন ৩-র মহাকাশে সফল উৎক্ষেপন হল৷ ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন   (ISRO) -র এটি তৃতীয় বড়সড় প্রজেক্ট৷ শুক্রবার দুপুর ২-৩৫ এ উৎক্ষেপনের সময় ছিল৷
ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট the Launch Vehicle Mark III (LVM3) যাকে গাইসোক্রোনাস লঞ্চ ভেহিকেল মার্ক ৩ -ও বলা হয় তাই বয়ে নিয়ে যাবে চন্দ্রযান ৩ কে৷ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই উৎক্ষেপন হল৷
advertisement
advertisement
চন্দ্রযান ৩ -র উৎক্ষেপণের পুরো বিষয়টি অফিসিয়াল ওয়েবসাইট এবং ইসরো-র ইউটিউব চ্যানেলেও এই বিষয়টি লাইভে দেখা যাবে৷ পাশাপাশি ডিডি ন্যাশানাল চ্যানেলেও এই উৎক্ষেপণ লাইভ দেখা যাবে৷
চন্দ্রযান -৩ -এ ল্যান্ডার, রোভার এবং একটি প্রোপালশন মডিউল রয়ছে৷ যার ওজন ৩৯০০ কেজি৷ প্রোপালশন মডিউলের ওজন ২১৪৮ কেজি৷ ল্যান্ডার মডিউলটি ১৭৫২ কেজি ওজনের৷  চাঁদের কক্ষের ১০০ কিমিতে প্রপালশন মডিউল ল্যান্ডারকে বহন করে নিয়ে যাবে৷
advertisement
রোভারের ওজন ২৬ কিলো, যা চন্দ্রযান ২-র প্রজ্ঞান রোভারের সমান ওজনের৷ কিন্তু এতে ল্যান্ডিংয়ের সময়ে সুরক্ষার বিষয়ে বাড়তি জোর দেওয়া হয়েছে৷
প্রপালশন মডিউল থেকে ৭৫৮ ওয়াট পাওয়ার জেনারেট হবে৷ ল্যান্ডার মডিউল থেকে ৭৩৮ ওয়াট, রোভারে হবে ৫০ ওয়াট৷
advertisement
চন্দ্রায়ন -৩, ভারতের চাঁদে তৃতীয় অভিযান, চাঁদে ২৩-২৪ তারিখে এটি ল্যান্ড করবে৷ এস সোমনাথ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন -র প্রধান জানিয়েছিলেন ২০২৩-র ১৪ জুলাই এই লঞ্চ হবে৷
পিটিআই ও এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে ইসরোর প্রাক্তন প্রধান কে শিভন জানিয়েছেন চন্দ্রযান ৩ -র কাজ হবে চাঁদের জিওলজি এবং পৃথিবীর উদ্ভবের বিষয়ে নানা বিষয়ে জানার জন্য৷ চন্দ্রযান ২-র বিফল হওয়ার পর এবার স্পেস অর্গানাইজেশন আরও বেশি সতর্ক৷ চাঁদে অবতরণের সময়ে যেন কোনও গণ্ডগোল না হয় তা নিয়েই সতর্ক৷একটি বিশেষ সাইটেই ল্যান্ড করবে চন্দ্রযান ৩৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chandrayaan-3: শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণ, ভারতের গর্বের দিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement