Chandrayaan-3: শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণ, ভারতের গর্বের দিন

Last Updated:

Chandrayaan-3 Launch: ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন   (ISRO) -র এটি তৃতীয় বড়সড় প্রজেক্ট৷ শুক্রবার দুপুর ২-৩৫ এ উৎক্ষেপনের সময় ...

শ্রীহরিকোটা থেকে চন্দ্রায়ন ৩-র মহাকাশে সফল উৎক্ষেপন - Photo Courtesy- ISRO
শ্রীহরিকোটা থেকে চন্দ্রায়ন ৩-র মহাকাশে সফল উৎক্ষেপন - Photo Courtesy- ISRO
শ্রীহরিকোটা:  ভারতের মহাকাশ বিজ্ঞানে আজ এক দারুণ গর্বের দিন৷ সময়টা ছিল দুপুর ২টা ৩৫এ উৎক্ষেপণ হওয়ার৷  আর সেই সময়েই শ্রীহরিকোটা থেকে চন্দ্রায়ন ৩-র মহাকাশে সফল উৎক্ষেপন হল৷ ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন   (ISRO) -র এটি তৃতীয় বড়সড় প্রজেক্ট৷ শুক্রবার দুপুর ২-৩৫ এ উৎক্ষেপনের সময় ছিল৷
ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট the Launch Vehicle Mark III (LVM3) যাকে গাইসোক্রোনাস লঞ্চ ভেহিকেল মার্ক ৩ -ও বলা হয় তাই বয়ে নিয়ে যাবে চন্দ্রযান ৩ কে৷ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই উৎক্ষেপন হল৷
advertisement
advertisement
চন্দ্রযান ৩ -র উৎক্ষেপণের পুরো বিষয়টি অফিসিয়াল ওয়েবসাইট এবং ইসরো-র ইউটিউব চ্যানেলেও এই বিষয়টি লাইভে দেখা যাবে৷ পাশাপাশি ডিডি ন্যাশানাল চ্যানেলেও এই উৎক্ষেপণ লাইভ দেখা যাবে৷
চন্দ্রযান -৩ -এ ল্যান্ডার, রোভার এবং একটি প্রোপালশন মডিউল রয়ছে৷ যার ওজন ৩৯০০ কেজি৷ প্রোপালশন মডিউলের ওজন ২১৪৮ কেজি৷ ল্যান্ডার মডিউলটি ১৭৫২ কেজি ওজনের৷  চাঁদের কক্ষের ১০০ কিমিতে প্রপালশন মডিউল ল্যান্ডারকে বহন করে নিয়ে যাবে৷
advertisement
রোভারের ওজন ২৬ কিলো, যা চন্দ্রযান ২-র প্রজ্ঞান রোভারের সমান ওজনের৷ কিন্তু এতে ল্যান্ডিংয়ের সময়ে সুরক্ষার বিষয়ে বাড়তি জোর দেওয়া হয়েছে৷
প্রপালশন মডিউল থেকে ৭৫৮ ওয়াট পাওয়ার জেনারেট হবে৷ ল্যান্ডার মডিউল থেকে ৭৩৮ ওয়াট, রোভারে হবে ৫০ ওয়াট৷
advertisement
চন্দ্রায়ন -৩, ভারতের চাঁদে তৃতীয় অভিযান, চাঁদে ২৩-২৪ তারিখে এটি ল্যান্ড করবে৷ এস সোমনাথ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন -র প্রধান জানিয়েছিলেন ২০২৩-র ১৪ জুলাই এই লঞ্চ হবে৷
পিটিআই ও এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে ইসরোর প্রাক্তন প্রধান কে শিভন জানিয়েছেন চন্দ্রযান ৩ -র কাজ হবে চাঁদের জিওলজি এবং পৃথিবীর উদ্ভবের বিষয়ে নানা বিষয়ে জানার জন্য৷ চন্দ্রযান ২-র বিফল হওয়ার পর এবার স্পেস অর্গানাইজেশন আরও বেশি সতর্ক৷ চাঁদে অবতরণের সময়ে যেন কোনও গণ্ডগোল না হয় তা নিয়েই সতর্ক৷একটি বিশেষ সাইটেই ল্যান্ড করবে চন্দ্রযান ৩৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chandrayaan-3: শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণ, ভারতের গর্বের দিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement