Durga Puja 2023: কর্মই মানুষের ধর্ম! এক অন্য ভাবনায় সেজে উঠেছে এই মণ্ডপ, উপচে পড়া ভিড়
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
Last Updated:
Durga Puja 2023: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই নানা থিমের প্রদর্শন। এ বার সেই দিক দিয়ে মানুষের মধ্যে বাস্তববোধ জাগ্রত করতে, সমস্ত মানুষের কর্ম বা পেশাকে সম্মান জানিয়ে, মণ্ডপের উপর ফুটিয়ে তোলা হয়েছে কর্মের বিভিন্ন ছবি।
হাওড়া: কর্মই ধর্ম। শ্রম বা মানুষের পরিশ্রমের যে কোনও বিকল্প নেই। সে কথাই আবারও মানুষকে জানান দিচ্ছে পুজো মণ্ডপের থিম ভাবনা। এমন বাস্তব ভাবনা মানুষের মধ্যে জাগ্রত করতেই তিল তিল করে সেজে উঠেছে মণ্ডপ। মানুষের জীবনে কর্মই যে শ্রেষ্ঠ। কর্মের মধ্য দিয়ে সিড়ির ন্যায় মানুষ উপরে উঠতে পারে। কর্মের মধ্য দিয়েই মানুষের অবস্থান। কর্মের মধ্য দিয়েই মানুষ মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিটি মুহূর্তে বা প্রতিটি পরিস্থিতিতে কর্মের নিরিখে মানুষ মানুষের অনেকটা কাছে চলে আসে। সেই দিক থেকে আসল হল কর্ম। প্রতিটি মানুষের প্রথম এবং প্রধান পরিচয় হওয়া উচিত তাঁর কর্ম।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই নানা থিমের প্রদর্শন। এ বার সেই দিক দিয়ে মানুষের মধ্যে বাস্তববোধ জাগ্রত করতে, সমস্ত মানুষের কর্ম বা পেশাকে সম্মান জানিয়ে, মণ্ডপের উপর ফুটিয়ে তোলা হয়েছে কর্মের বিভিন্ন ছবি। উদ্যোক্তাদের কথায়, এখানে মা দুর্গাকে দেখানো হয়েছে একজন শ্রমজীবী মহিলা বা গ্রামের মহিলা কর্মী হিসেবে। সেই সঙ্গে মণ্ডপে দেখা মিলবে কুমোর থেকে কামার, আবার কৃষক থেকে দর্জি, প্রায় সমস্ত কর্মকে সম্মান জানাতে চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়।
advertisement
advertisement
উদ্যোক্তা সন্দীপ দোলুই ও সুপ্রিয় মাজী জানান, সাধারণ মানুষের রুটি-রুজি সাধারণ মানুষের কর্মকেই তুলে ধরা হয়েছে মন্ডপে। যাতে আরও বেশি করে মানুষ এদের সম্মান করে। কোথাও কোনও ভাবে, কোনও মানুষ না হারিয়ে যায়। সেই ভাবনা মানুষের মধ্য জাগ্রত করতেই এ বারের থিম ভবানা।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2023 12:45 PM IST
