Durga Puja 2023: হাওড়ার আমতায় গাজিপুরে চট্টোপাধ্যায় পরিবারে চলছে ‘বুড়িমা’-র পুজোর প্রস্তুতি

Last Updated:

Durga Puja 2023: সারা বছর জুড়ে চলে পুজোর প্রস্তুতি। এ বছরও নিয়ম রীতি মেনে পুজোর প্রস্তুতি চলছে।

+
পুজোর

পুজোর আগে পুকুরে ভেসে ওঠে ঘট

রাকেশ মাইতি, হাওড়া: বর্ধমান রাজ পরিবারের অংশ হাওড়ার আমতার চট্টোপাধ্যায় পরিবার। পরিবার সূত্রে জানা যায়, এই চট্টোপাধ্যায় পরিবারের আদিবাস বর্ধমানের বাঘনাপাড়া। সেখান থেকে হাওড়ার উদয়নারায়ণপুরের দেবীপুর গ্রামে বসবাস। পরে প্রায় ৪২৭ বছর আগে হাওড়ার আমতা গাজিপুরে বসবাস শুরু করে চট্টোপাধ্যায় পরিবার। পরিবার সূত্রে জানা যায়, এই চট্টোপাধ্যায় বাড়ির জামাই বাংলার বিখ্যাত কবি রায়গুণাকর ভারতচন্দ্র।
আমতা গাজীপুর চট্টোপাধ্যায় পরিবারের কুলদেবতা নারায়ণ। ঘটের পাশে ফুল ও বেল পাতাও দেখা যায়। চট্টোপাধ্যায় বাড়িতে দেবী দুর্গাকে বুড়িমা রূপে সম্বোধন করা হয়। জনশ্রুতি, বুড়িমার পুকুরে ঘট না দেখা যাওয়া এক প্রকার বিপদ সংকেত বলেই মানেন। যে বছর ঘট দেখা যায়নি, চট্টোপাধ্যায় পরিবারে দেখা দিয়েছে বিপদ।
advertisement
advertisement
আমতা গাজিপুর চট্টোপাধ্যায় বাড়ির ৪২৭ বছর প্রাচীন দুর্গাপুজোয় রয়েছে নানা উপাচার। সারা বছর জুড়ে চলে পুজোর প্রস্তুতি। এ বছরও নিয়ম রীতি মেনে পুজোর প্রস্তুতি চলছে। ঠাকুরদালানে তৈরি হচ্ছে দেবীর মূর্তি। চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে বংশ-পরম্পরায় প্রতিমা শিল্পী পুরোহিত এবং ঢাকিরা অংশ নেয়। চট্টোপাধ্যায় পরিবার সূত্রে জানা যায়, প্রতি বছর জন্মাষ্টমী থেকে মহালয়া দিন এর মধ্যে পুকুরে ঘট ভাসতে দেখা যায়। এবছর দেবীর ঘট দেখা গিয়েছে কৌশিকী অমাবস্যার দিন, ফলে এবার নিশ্চিন্ত পরিবার। এবার চট্টোপাধ্যায় পরিবারে মহাআনন্দে চলছে বুড়িমার পুজো প্রস্তুতি।
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Durga Puja 2023: হাওড়ার আমতায় গাজিপুরে চট্টোপাধ্যায় পরিবারে চলছে ‘বুড়িমা’-র পুজোর প্রস্তুতি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement