Durga Puja 2023: কলকাতাকে জোর টক্কর, হাওড়ার থিমেও ডিজনিল্যান্ড পার্ক! দর্শকদের উপচে পড়া ভিড়
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
Last Updated:
কলকাতাতে নয়, হাওড়াতেই আশা মিটছে ডিজনিল্যান্ড পার্ক দর্শন করে। কলকাতার সঙ্গে তালে তাল মিলিয়ে দুর্গাপুজোয় থিমের ঠান্ডা লড়াইয়ে হাওড়া।
হাওড়া: কলকাতাতে নয়, হাওড়াতেই আশা মিটছে ডিজনিল্যান্ড পার্ক দর্শন করে। কলকাতার সঙ্গে তালে তাল মিলিয়ে দুর্গাপুজোয় থিমের ঠান্ডা লড়াইয়ে হাওড়া।
বর্তমানে দুর্গাপুজো মানেই থিমের মহাযুদ্ধ। থিমের মণ্ডপসজ্জায় প্রায় সারা বছর প্রস্তুতি থাকে মহানগরীতে। সেই দিক থেকে পিছিয়ে নেই হাওড়াও। এই জেলাতেও পুজো শেষ হতে না হতেই, আগামী বছরের থিমের ভাবনায় লেগে পড়ে উদ্যোক্তারা।
নিত্য নতুন থিমের লড়াইয়ে বর্তমান অতীত ভবিষ্যৎ নিয়ে ভাবনার সঙ্গেই লেগে থাকে থিম। বর্তমানে জ্বলন্ত সমস্যা, অতীতের কিছু স্মৃতি, হারিয়ে যেতে বসা শিল্পের মতো নানা বিষয়কে শিল্পীর চোখে ফুটিয়ে থিম সৃষ্টি।
advertisement
advertisement
সেরকম গত কয়েক মাস আগে থেকেই মহিয়াড়ী আমরা কজন দুর্গোৎসব কমিটির উদ্যোগে। পুজোর থিমের কাজ শুরু হয় এবার। প্রায় প্রতিবছরই আকর্ষণীয় থিমের সাজ যা দর্শকদের ভীষণভাবে আকৃষ্ট করে। কিন্তু এবার ডিজনিল্যান্ড পার্কের আদলে মণ্ডপ। যা দর্শকদের ভীষণভাবে আনন্দিত করছে।
advertisement
জেলায় গ্রাম থেকে শহর বিভিন্ন প্রান্তে পুজো উপলক্ষে আকর্ষণীয় থিমের সাজ। সেই দিক থেকে এবার মহিয়াড়ী আমরা কজন দুর্গোৎসবের থিম ডিজনিল্যান্ড পার্ক বেশ আকর্ষণীয় জেলাবাসির চোখে। এই থিম দেখতে চতুর্থী থেকে মানুষের ঢল। দিনের থেকে রাতে রঙিন আলোয় আরও অনেক বেশি আকর্ষণীয়। রাত্রে মায়াবী হয়ে উঠছে এই মন্ডপ। ছোটদের পাশাপাশি অভিভাবক বা বয়স্ক মানুষও দারুন উপভোগ করছেন। সপ্তমীর সন্ধ্যা থেকে আরও বেশি ভিড় রীতিমতো মানুষের থিকথেকে করছে এলাকায়।
advertisement
এ প্রসঙ্গে উদ্যোক্তা সৈকত রায় জানান,‘‘ প্রতিবছর মানুষকে আনন্দ দিতে নানা থিমের ভাবনা। প্রায় প্রতিবছরই দর্শকদের আকর্ষণ থাকে এই পুজো মন্ডপ। এবার ডিজনিল্যান্ড পার্কের আদলে মন্ডপ আরও বেশি করে আকর্ষণ রয়েছে মানুষের।’’
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2023 5:57 PM IST