Howrah News: বড় খবর! এবার ৪ ঘণ্টাতেই পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Howrah News: পরীক্ষা দেওয়ার ৪ ঘণ্টার মধ্যে তাঁর হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হবে
রাকেশ মাইতি, হাওড়া: এবার হাতে হাতে ড্রাইভারি লাইসেন্স! আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না লাইসেন্সের জন্য। কয়েক ঘণ্টার অপেক্ষায় হাতে পাওয়া যেতে পারে ড্রাইভিং লাইসেন্স। রাজ্য পরিবহণ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একথা বলেন।
মঙ্গলবার হাওড়ার সাঁতরাগাছিতে সরকারি অনুষ্ঠানে এসে তিনি সরকারি নতুন নিয়মের বিষয়টি উল্লেখ করেন। অতীতের মতো দীর্ঘদিন অপেক্ষার পরে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার সেই দিন শেষ হতে চলেছে বলেই মন্ত্রী দাবি করেন। তিনি জানান নতুন নিয়মে অনলাইন পদ্ধতির মাধ্যমে যে কেউ লাইসেন্সের আবেদন করতে পারবেন। আবেদন করার তালিকা অনুযায়ী তাঁকে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা দেওয়ার ৪ ঘণ্টার মধ্যে তাঁর হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হবে।
advertisement
আবেদন করার পরই তাঁর মোবাইলে মেসেজের মাধ্যমে তাঁর আবেদন পত্র জমা হওয়ার বার্তা পৌঁছে দেওয়া হবে। লাইসেন্স হাতে না পাওয়া পর্যন্ত ওই মেসেজ দেখিয়েই সেই ব্যক্তি গাড়ি চালাতে পারবে। এই মর্মে কলকাতা ও রাজ্য পুলিশকেও বিষয়টি নিয়ে অবগত করা হবে বলে জানান পরিবহণ মন্ত্রী। এর পাশাপাশি রাজ্যের সমস্ত আরটিওকে নির্দেশ দেওয়া হয়েছে ১৫ বছরের উপরে গাড়িগুলিকে বাতিল করার জন্য।
advertisement
advertisement
আরও পড়ুন : কুল এবং কামরাঙা মাখায় রয়েছে প্রচুর উপকারিতা! জানলে আপনিও অবাক হবেন
বাতিল হওয়া গাড়ি গুলিকে স্ক্র্যাপ করা হবে। এর জন্য প্রতিটি জেলাতে স্ক্যাপ গ্রাউন্ড তৈরি করা হবে। ওই স্ক্র্যাপ গ্রাউন্ডে বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন। সেক্ষেত্রে তাঁর জন্য নির্দিষ্ট রুট পারমিট দিয়ে ফের নতুন গাড়ি কিনতে পারবেন। পাশাপাশি পছন্দের নম্বর নেওয়ার ক্ষেত্রে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে।
advertisement
আরও পড়ুন : কলেজ পড়ুয়ার চমক! নিজের হাতেই বানালেন ব্যাটারিচালিত সাইকেল
একই বিশেষ নম্বরের জন্য সব আবেদনকারীকে ডেকে তাঁদের মধ্যে এক জনকে নির্বাচন করে দেওয়া হবে। এছাড়াও সাধারণ নম্বরের ক্ষেত্রে আবেদনকারীরা উপলব্ধ নম্বর থেকে বেছে নিতে পারবেন বলেই জানান। তিনি জানান, এ ছাড়াও আগামীদিনে ই পরিবহণের উপরে সরকারি ভাবে বেশি জোর দেওয়া হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 8:10 AM IST